ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

মহামারী মোকাবেলায় ট্রাম্প ব্যর্থ ॥ ডেমোক্র্যাট শিবির

করোনা ইস্যু নিয়ে মাঠে বাইডেন

প্রকাশিত: ২৩:৪৩, ৬ অক্টোবর ২০২০

করোনা ইস্যু নিয়ে মাঠে বাইডেন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করোনা পজিটিভ আসার পর ডেমোক্র্যাটিক দলীয় প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন এখন তার নির্বাচনী প্রচারে যুক্তরাষ্ট্রের ‘জাতীয় করোনা পরিস্থিতি’ তুলে ধরার চেষ্টা করছেন। সেখানে করোনা মোকাবেলায় ট্রাম্প প্রশাসনের ব্যর্থতা ও অযোগ্যতাই প্রাধান্য পাচ্ছে। নবেম্বর প্রেসিডেন্ট নির্বাচনের পূর্বে যেদিনগুলো হাতে রয়েছে তাতে কোভিড-১৯ এ আক্রান্ত, মৃত্যু এবং সর্বশেষ অর্থনৈতিক পরিস্থিতিসহ গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে জো বাইডেন মাঠে থাকবেন এমনটাই ইঙ্গিত পাওয়া গেছে। আলজাজিরা। গত শুক্রবার সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন করোনা পরীক্ষা করেন এবং তার নেগেটিভ ফল আসে। এরই মধ্যে তিনি ট্রাম্পের সঙ্গে তার বিতর্ক অনুষ্ঠান শেষ করেছেন। এদিকে বাইডেন ও তার প্রচার শিবির ট্রাম্পের অসুস্থতার সুযোগে ভোটারদের আকর্ষণ করতে এ কয়দিন মাঠ দাপিয়ে বেড়িয়েছেন। তারা বারবার এটা প্রমাণ করতে চাইছেন যে, বাইডেন অন্তত ট্রাম্পের চেয়ে অনেকটা যোগ্য এবং তিনি এই করোনা মহামারীর বিরুদ্ধে লড়তে ট্রাম্পের চেয়ে অনেক বেশি পারঙ্গম। বাইডেনের নির্বাহী প্রচার ম্যানেজার কেটি বেডিংফিল্ড রবিবার জানান, বাইডেন করোনা মহামারী নিয়ে সামনের দিনগুলোতে দেশব্যাপী প্রচারে অংশ নেবেন। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রে করোনা হানা দেয়ার পূর্বে ও পরে বাইডেন মাঠে ছিলেন এবং আছেন।’ তিনি আসলেই ‘নেতৃত্বের উদাহরণ’ তৈরি করতে সক্ষম। তিনি আরও বলেন, ‘আমি মনে করি, আগামী প্রেসিডেন্ট হিসেবে মার্কিন জনগণ তাকেই খুঁজছেন।’ দেশটিতে এখন পর্যন্ত করোনায় অন্তত দুই লাখ নয় হাজার মানুষ মারা গেছে। অন্যদিকে নিউইয়র্ক শহরে গত কয়েকদিনে সংক্রমণের হার বৃদ্ধি পাওয়ায় দেশটির জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা উদ্বেগ প্রকাশ করেছেন। তার এখন আশঙ্কা করছেন, ওই শহরের কয়েকটি এলাকায় ফের লকডাউন দেয়ার প্রয়োজন হতে পারে। তবে নতুন করে আছড়ে পড়া করোনা ঢেউ রুখতে ২০টি হটস্পট চিহ্নিত করেছে সেখানকার স্থানীয় প্রশাসন। সেগুলো মূলত ব্রুকলিন ও কুইনস এলাকায়। এর মধ্যে নয়টি জিপ কোড এলাকায় থাকবে কড়া বিধিনিষেধ। বাকি এলাকাগুলোর বাসিন্দারা কিছু বিষয়ে ছাড় পাবেন। নিউইয়র্ক শহরের সংক্রমণের হার এখন মাত্র ১.৫ শতাংশ। অপরদিকে ট্রাম্প নতুন করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর মার্কিনীদের মধ্যে বাইডেনের পক্ষে সমর্থন কিছুটা বেড়েছে বলে এক জনমত জরিপে ইঙ্গিত পাওয়া গেছে। রবিবার বার্তা সংস্থা রয়টার্স ও জরিপকারী সংস্থা ইপসসের প্রকাশিত সর্বশেষ জরিপে বাইডেনকে ট্রাম্পের তুলনায় ১০ পয়েন্ট এগিয়ে থাকতে দেখা যায়। জরিপে অংশ নেয়া প্রায় দুই-তৃতীয়াংশ মার্কিনী বলেছেন, ট্রাম্প যদি প্রাণঘাতী এ ভাইরাসকে গুরুত্ব সহকারে নিয়ে সাবধানতা অবলম্বন করতেন, তাহলে সংক্রমণ এড়াতে পারতেন বলেই ধারণা তাদের। ২ ও ৩ অক্টোবর যুক্তরাষ্ট্রের এক হাজার ৫ জন প্রাপ্তবয়স্ক নাগরিকের ওপর পরিচালিত এ জরিপে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর ট্রাম্পের ঘাঁটি অঞ্চল হিসেবে পরিচিত এলাকায় বাইডেনের সমর্থনের কোন উত্থান-পতন আছে কিনা, সে সম্বন্ধে কোন ইঙ্গিত পাওয়া যায়নি বলে জানিয়েছে রয়টার্স। বিশ্বের মধ্যে যুক্তরাষ্ট্রেই করোনাভাইরাস সবচেয়ে বেশি মানুষের প্রাণ কেড়ে নিলেও ট্রাম্প ধারাবাহিকভাবে মহামারীর ভয়াবহতাকে অস্বীকার করে আসছিলেন। মহামারী নিজে নিজেই শেষ হয়ে যাবে বলেও মন্তব্য করেছিলেন তিনি। গত সপ্তাহে তিনি বাইডেনের মাস্ক পরা নিয়ে টিটকারিও করেছিলেন। তবে বাইডেনও বলেছেন, ট্রাম্প মাস্ক না পরে বীরপুরুষ সেজেছেন। সম্প্রতি মিশিগানে নির্বাচনী প্রচারে গিয়ে বাইডেন ট্রাম্পকে লক্ষ্য কওে বলেন, ‘মাস্ক না পরে বীরপুরুষ সাজার চাইতে ভাইরাসকে গুরুত্ব দেয়া উচিত।’
×