ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

এইচপি ক্রিকেটারদের করোনা টেস্ট

প্রকাশিত: ২৩:২৫, ৬ অক্টোবর ২০২০

এইচপি ক্রিকেটারদের করোনা টেস্ট

স্পোর্টস রিপোর্টার ॥ কোয়ারেন্টাইন ইস্যুতে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল শ্রীলঙ্কা সফরে যেতে পারেনি। একইসঙ্গে যাওয়ার কথা ছিল হাই পারফর্মেন্স ইউনিটের (্এইচপি)। কিন্তু তাদের যাওয়টা আরও আগেই বাতিল হয়েছে। এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এইচপি দল, জাতীয় দল ও ‘এ’ দল নিয়ে একটি ওয়ানডে সিরিজের আয়োজন করতে যাচ্ছে। তাই এইচপির ক্রিকেটার ও কোচিং স্টাফসহ মোট ৪০ জনের করোনা টেস্টের নমুনা সংগ্রহ করা হয়েছে সোমবার। ৭ অক্টোবর (বুধবার) এইচপির ক্রিকেটারদের নিয়ে অনুশীলন ক্যাম্প শুরু হবে। ৩ দলের ওয়ানডে সিরিজ ১১ অক্টোবর মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মাঠে গড়ানোর কথা রয়েছে। এইচপির এই ক্যাম্পের শুরুতে নতুন প্রধান কোচ টবি র‌্যাডফোর্ডকে পাওয়া যাচ্ছে না। কয়েকদিন পরই তিনি যোগ দেবেন। ১১ অক্টোবর শুরু হওয়া ওয়ানডে সিরিজের পরও এইচপির ক্যাম্প চলবে। তাই তাদের করোনা পরীক্ষা করা হয়েছে। এ বিষয়ে বিসিবির প্রধান চিকিৎসক ডাঃ দেবাশীষ চৌধুরী বলেন, ‘যেহেতু এইচপির ক্রিকেটারদের ম্যাচ আছে। তাদের করোনা পরীক্ষা জরুরী। আমরা খেলোয়াড় ও কোচিং স্টাফ মিলিয়ে প্রায় ৪০ জনের করোনা পরীক্ষা করিয়েছি। যারা নেগেটিভ আসবে, তারাই শুধু আগামী ৭ তারিখে ক্যাম্পে যোগ দিতে পারবে।’
×