ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শীর্ষে রিয়াল মাদ্রিদ, বার্সিলোনার ড্র

প্রকাশিত: ২৩:২৫, ৬ অক্টোবর ২০২০

শীর্ষে রিয়াল মাদ্রিদ, বার্সিলোনার ড্র

স্পোর্টস রিপোর্টার ॥ ড্র দিয়ে মিশন শুরু করলেও এরপর টানা তিন জয়ে স্প্যানিশ লা লিগায় শীর্ষে উঠে এসেছে রিয়াল মাদ্রিদ। রবিবার রাতে এ্যাওয়ে ম্যাচে বর্তমান চ্যাম্পিয়নরা ২-০ গোলে হারিয়েছে স্বাগতিক লেভান্তেকে। আরেক ম্যাচে ঘরের মাঠ নু্যূক্যাম্পে সফরকারী সেভিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে বার্সিলোনা। বর্তমানে চার ম্যাচ শেষে ১০ পয়েন্ট নিয়ে এক নম্বরে অবস্থান করছে রিয়াল। তিন ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে বার্সিলোনা। ৯ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে রিয়াল বেটিস। টানা তিন ম্যাচ জয়ে রিয়ালকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন ব্রাজিলের ২০ বছর বয়সী তরুণ স্ট্রাইকার ভিনিসিয়াস জুনিয়র। প্রতিটি ম্যাচেই চোখ ধাঁধানো পারফর্মেন্স প্রদর্শন করেছেন আগামীর এই তারকা। এ ম্যাচেও ১৬ মিনিটে ভিনিসিয়াসের গোলে এগিয়ে যায় রিয়াল। এরপর ইনজুরি সময়ের পঞ্চম মিনিটে (৯০+৫) ফরাসী তারকা করিম বেনজেমা চ্যাম্পিয়নদের জয় নিশ্চিত করেন। ম্যাচশেষে রিয়াল কোচ জিনেদিন জিদান বলেন, তিন পয়েন্ট পাওয়াটা খুব জরুরী। সেটা পাওয়ায় ভাল লাগছে। তবে আমাদের আরও অনেক জায়গায় উন্নতি করতে হবে। আশা করছি দিন গড়ানোর সঙ্গে সঙ্গে দলের স্পিরিট আরও বাড়বে। আরেক ম্যাচে বার্সার বিরুদ্ধে অষ্টম মিনিটে ডি জংয়ের গোলে এগিয়ে যায় সেভিয়া। কর্নার থেকে বল ক্লিয়ার করতে ব্যর্থ হয় বার্সা রক্ষণভাগ। সেই সুযোগটি পুরোপুরি কাজে লাগান ডি জং। কিন্তু এই লিড মাত্র দুই মিনিট স্থায়ী ছিল। লিওনেল মেসির দুর্দান্ত কার্লিং পাসে ব্রাজিলিয়ান তারকা ফিলিপ কুটিনহো দারুণ ফিনিশিংয়ে বার্সাকে সমতায় ফেরান। এরপর দু’দলই অনেকগুলো সুযোগ পেলেও কেউ কাজে লাগাতে পারেনি। বেয়ার্নের জয় স্পোর্টস রিপোর্টার ॥ বারবার রং পাল্টানো ম্যাচে হের্টা বার্লিনের বিপক্ষে পয়েন্ট হারাতে বসেছিল বেয়ার্ন মিউনিখ। একার নৈপুণ্যে ব্যবধান গড়ে দিলেন রবার্ট লেভানডোস্কি। পোলিশ স্ট্রাইকারের দারুণ হ্যাটট্রিকে রোমাঞ্চকর এক জয় পেয়েছে জার্মান জায়ান্টরা। এলিয়াঞ্জ এ্যারেনায় জার্মান বুন্দেসলিগার ম্যাচটি ৪-৩ গোলে জেতে বেয়ার্ন মিউনিখ। চারটি গোলই করেন লেভানডোস্কি।
×