ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

৮ বছর পর কোয়ার্টার ফাইনালে কেভিতোভা

প্রকাশিত: ২৩:২৪, ৬ অক্টোবর ২০২০

৮ বছর পর কোয়ার্টার ফাইনালে কেভিতোভা

স্পোর্টস রিপোর্টার ॥ দীর্ঘ ৮ বছর পর আবারও ফ্রেঞ্চ ওপেনের কোয়ার্টার ফাইনালের টিকেট কাটলেন পেত্রা কেভিতোভা। সোমবার শেষ ষোলোর ম্যাচে চেক প্রজাতন্ত্রের এই তারকা খেলোয়াড় ৬-২ এবং ৬-৪ ব্যবধানে পরাজিত করেন ঝ্যাং শুয়াইকে। সেইসঙ্গে ২০১২ সালের পর প্রথমবারের মতো ফরাসী ওপেনের চতুর্থ রাউন্ডের বাধা অতিক্রম করেন দুইবারের উইম্বডনজয়ী এই তারকা। পেত্রা কেভিতোভা ছাড়াও এদিন জয়ের স্বাদ পেয়েছেন লারা সিগেমুন্ড। চতুর্থপর্বের ম্যাচে জার্মান তারকা এদিন কেভিতোভার মতোই সরাসরি সেটে ৭-৫ এবং ৬-২ ব্যবধানে পরাজিত করেন স্পেনের পাওলা বাদোসাকে। ২০১১ সালে ক্যারিয়ারের প্রথম মেজর শিরোপা জয়ের স্বাদ পেয়েছিলেন পেত্রা কেভিতোভা। সে বছর উইম্বলডন জিতেই বিশ্ব টেনিসের পাদপ্রদীপের আলোয় উঠে এসেছিলেন তিনি। ২০১৪ সালে একই টুর্নামেন্টের দ্বিতীয় শিরোপা জেতেন তিনি। এই দুটি ট্রফিই তার ক্যারিয়ারের সবচেয়ে বড় অর্জন। গত বছর অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠেছিলেন তিনি। এর আগে ২০১২ সালে ফ্রেঞ্চ ওপেনে সর্বোচ্চ সেমিফাইনালে খেলেছিলেন পেত্রা কেভিতোভা। আর এক ম্যাচ জিতলে এবারও সেই প্যারিসের এই টুর্নামেন্টের শেষ চারে জায়গা করে নেয়ার হাতছানি তার। সেই লক্ষ্যেই আজ কোর্টে নামবেন চেক তারকা। শেষ আটে কেভিতোভার প্রতিপক্ষ লারা সিগেমুন্ড। ২০১৭ সালে পোর্শে টেনিস গ্রাঁ প্রিঁ জিতেছিলেন সিগেমুন্ড। এখন পর্যন্ত এটাই তার ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য। সেই টুর্নামেন্টে বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের শীর্ষ ১০ নম্বরে থাকা তিন খেলোয়াড়কে টানা তিন ম্যাচে পরাজয়ের স্বাদ উপহার দিয়েছিলেন তিনি। এরপর এবারের ফ্রেঞ্চ ওপেনের মূল ড্রয়ে টানা চার ম্যাচ জয়ের রেকর্ড গড়লেন সিগেমুন্ড। ৩২ বছর বয়সী বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের সাবেক শীর্ষ ত্রিশে থাকা এই খেলোয়াড়ের অগ্নিপরীক্ষা আজ। পারবেন কী কেভিতোভাকে হারিয়ে সেমিফাইনালের টিকেট কাটতে? নাকি বিদায় নেবেন শেষ আট থেকেই? টেনিসপ্রেমীদের অপেক্ষা এখন সেটাই দেখার। পুরুষ এককে ফ্রেঞ্চ ওপেনের বর্তমান চ্যাম্পিয়ন রাফায়েল নাদাল। যাকে বলা হয় লাল দুর্গের স¤্রাট। অতীতের ন্যায় এবারও লাল দুর্গে তার আধিপত্য চলছে। ফ্রেঞ্চ ওপেনের চতুর্থ রাউন্ডের ম্যাচে তিনি হারিয়েছেন নতুন প্রজন্মের অন্যতম সম্ভাবনাময়ী প্রতিভা সেবাস্তিয়ান কোরডাকে। একঘণ্টা ৫৫ মিনিটে ম্যাচটি জিতেছেন নাদাল। সেইসঙ্গে রেকর্ডবুকেও জায়গা করে নিয়েছেন এই স্প্যানিয়ার্ড।
×