ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

অজ্ঞান পার্টির ৫ সদস্য আটক

প্রকাশিত: ২১:২৯, ৬ অক্টোবর ২০২০

অজ্ঞান পার্টির ৫ সদস্য আটক

নিজস্ব সংবাদদাতা, মানিকগঞ্জ, ৫ অক্টোবর ॥ শিবালয়ের বিভিন্ন এলাকায় রবিবার রাতে অভিযান চালিয়ে অজ্ঞান পার্টির পাঁচ সদস্যকে আটক করেছে পুলিশ। চক্রটি দীর্ঘদিন ধরে ঢাকা-আরিচা মহাসড়কে বিভিন্ন যানবাহনে উঠে যাত্রীদেরকে চেতনানাশক খাইয়ে তাদের সর্বস্ব লুটে নিত। সাম্প্রতিক আতোয়ার নামের এক ব্যক্তির কাছ থেকে আড়াই লাখ টাকা লুটে নেয়। তার অভিযোগের ভিত্তিতে ওই চক্রের ৫ সদস্যকে আটক করে পুলিশ। আটককৃতরা হলো ঘিওর উপজেলার তেরশ্রী গ্রামের রাজ্জাক চৌধুরী ও তার ভাই ফারুক চৌধুরী, রাজবাড়ী সদর এলাকার সাগর মিয়া, টাঙ্গাইলের নাগরপুর উপজেরার আটিয়া উলাইল গ্রামের ছেলে আনিসুর রহমান এবং পটুয়াখালীর দুমকি উপজেলার শহিদুল ইসলাম। লাঠি খেলায় মিলন মেলা নিজস্ব সংবাদদাতা, ঝিনাইদহ, ৫ অক্টোবর ॥ ঝিনাইদহের শৈলকুপায় সোমবার হয়ে গেল গ্রাম বাংলার ঐতিহ্য লাঠি খেলা। খেলা দেখতে বিভিন্ন এলাকা থেকে শত শত নারী-পুরুষ, বৃদ্ধ-শিশু ভিড় জমান সেখানে। খেলার মাঠ পরিণত হয় এলাকার মানুষের মিলন মেলায়। বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্য ধরে রাখতে আর মানুষকে বিনোদন দিতেই এ আয়োজন বলে জানান আয়োজকরা। আর প্রতিবছর এ ধরনের আয়োজন করার দাবি দর্শকদের। খেলার মাঠে গিয়ে দেখা গেল, বাজছে ঢাক, ঢোল আর কাসার ঘণ্টা। তালে তালে উৎসুক জনগণের আনন্দ দিতে চলে নৃত্য। এর পরই শুরু হয় লাঠির কসরত। প্রতিপক্ষের লাঠির আঘাত থেকে রক্ষা আর প্রতিপক্ষকে কাবু করার জন্য মেতে ওঠেন লাঠিয়ালরা।
×