ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ডাকাতির সাড়ে ৬ লাখ টাকা উদ্ধার

প্রকাশিত: ২১:২৮, ৬ অক্টোবর ২০২০

ডাকাতির সাড়ে ৬ লাখ টাকা উদ্ধার

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ যশোরে দিনে-দুপুরে থানার একশ’ গজের মধ্যে বোমা ফাটিয়ে ১৭ লাখ টাকা ডাকাতির চাঞ্চল্যকর ঘটনায় আরও দুই ডাকাতকে গ্রেফতার এবং আরও সাড়ে ৬ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। এনিয়ে ডাকাতির ঘটনায় সরাসরি জড়িত ৮ জনের মধ্যে ৭ জন আটক এবং ৯ লাখ টাকা উদ্ধার হলো। আটককৃত দুু’জন হলো, যশোর সদরের মোল্যাপাড়া আমতলা এলাকার লিটন হোসেনের ছেলে ইয়াসির আরাফাত রাজু (২৮) ও ধর্মতলা এলাকার তবিবর শেখের ছেলে সোহেল শেখ (২৪)। সোমবার দুপুরে ডাকাতির ঘটনাস্থল ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) সামনে ব্রিফিং ও আইনশৃঙ্খলা সংক্রান্ত পথসভা করে এ তথ্য জানান যশোরের পুলিশ সুপার মোহাম্মদ আশরাফ হোসেন। এছাড়া এই ডাকাতরা যে ‘গডফাদারের’ ছত্রছায়ায় ছিল, ঘটনার সঙ্গে তার জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তাকেও আইনের আওতায় আনা হবে বলে এসপি উল্লেখ করেন। প্রসঙ্গত, গত ২৯ সেপ্টেম্বর দিনে-দুপুরে থানার একশ’ গজের মধ্যে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সামনে বোমা ফাটিয়ে ১৭ লাখ টাকা লুটের ঘটনা ঘটে।
×