ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রামেক হাসপাতালে ১৬ দালাল গ্রেফতার

প্রকাশিত: ২১:২৮, ৬ অক্টোবর ২০২০

রামেক হাসপাতালে ১৬ দালাল গ্রেফতার

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে অভিযান চালিয়ে রোগী ভাগানো ১৬ দালালকে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে ছয়জন নারী এবং ১০ জন পুরুষ। সোমবার সকালে রামেক হাসপাতাল ও এর আশপাশের এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- নগরীর কাজীহাটা এলাকার মানিক, কাজিহাটা এলাকার সাইদুর, সিপাইপাড়ার রুবেল, বিমল, ভাটাপাড়ার সিরাজুল, রজনী আক্তার, হড়গ্রাম পূর্বপাড়া এলাকার উজ্জ্বল, জালাল হোসেন, লক্ষ্মীপুর এলাকার সিরাজুল, মনোয়ার হোসেন জীম, আলীগঞ্জ এলাকার মিঠুন, আসমা বেগম, তালাইমারী এলাকার ফারজানা, বাকির মোড় এলাকা রূপা, বাঘা সদরের সারাতন খাতুন এবং পুঠিয়ার রঘুনাথপুর এলাকার আবু সাঈদ। বরিশালে ৭ স্টাফ রিপোর্টার বরিশাল থেকে জানান, শেবাচিম হাসপাতালে সোমবার দুপুরে অভিযান চালিয়ে বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারের সাত দালালকে আটক করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। ডিবির এসআই হেলালুজ্জামানের নেতৃত্বে হাসপাতালের বহির্বিভাগে এ অভিযান পরিচালিত হয়। আটককৃত দালালরা হলো-নাদিম, তানজিলা, সোনিয়া, আসমা বেগম, মনিরুল ইমলাম, জহিরুল ইসলাম ও বাবুল হোসেন। জানা গেছে, শেবাচিম হাসপাতালকে ঘিরে এই দালাল চক্র গ্রামগঞ্জের অসহায় রোগীদের জিম্মি করে বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে তাদের টাকাপয়সা হাতিয়ে নেয়।
×