ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কিশোরগঞ্জে ট্রাক-সিএনজি সংঘর্ষে মা-মেয়েসহ নিহত তিন

প্রকাশিত: ২১:২৩, ৬ অক্টোবর ২০২০

কিশোরগঞ্জে ট্রাক-সিএনজি সংঘর্ষে মা-মেয়েসহ নিহত তিন

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ৫ অক্টোবর ॥ সিএনজিচালিত অটোরিক্সার সঙ্গে ট্রাকের সংঘর্ষে সিএনজির চালক ও যাত্রী মা-মেয়েসহ তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় এক পথচারীসহ আরও তিনজন গুরুতর আহত হয়েছে। তাদের উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতরা হলো সিএনজিচালক বুলবুল (৪০), জেসমিন (২৭) ও জেসমিনের মা (৬০)। এছাড়া আহতরা হচ্ছে নিহত জেসমিনের শিশুপুত্র (৪) ও তার ছোটবোন মুক্তা (২২) এবং পথচারী সিদ্দিক মিয়া (৬০)। সোমবার দুপুর ২টার দিকে কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কে সদর উপজেলার কামালিয়ারচরে এ দুর্ঘটনাটি ঘটে। নিহতদের মধ্যে সিএনজি চালক বুলবুল সদরের চৌদ্দশ এলাকার গিয়াস উদ্দিনের ছেলে এবং জেসমিন জেলার পাকুন্দিয়া উপজেলার তালদর্শী গ্রামের মৃত আব্দুল হামিদের মেয়ে। জানা যায়, জেসমিন তার মা-বোন ও শিশুপুত্রকে সঙ্গে নিয়ে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল থেকে পাকুন্দিয়ার বাড়িতে যাওয়ার জন্য একটি সিএনজিচালিত অটোরিক্সায় ওঠে। পথিমধ্যে কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কে সদরের কামালিয়ারচর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের (ঢাকা মেট্রো ট-১১-৭৯৩২) সঙ্গে তাদের সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই জেসমিন ও তার মা মারা যান এবং সিএনজি চালকসহ অন্যরা গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসাধীন অবস্থায় সিএনজি চালক বুলবুল মারা যান। সেচ পাম্প চালু দাবি নিজস্ব সংবাদদাতা, মৌলভীবাজার, ৫ অক্টোবর ॥ মৌলভীবাজার মনু প্রকল্পের আওতাধীন কাউয়াদীঘি হাওড়ে কাসিমপুরে অবস্থিত সেচ পাম্প চালু রাখা ও প্রকল্পের ক্যানেল মেরামতের দাবিতে মানববন্ধন করেছে মনু নদীর সেচ প্রকল্পের আওতাভুক্ত চাষীরা। সোমবার দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাব সম্মুখে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন মৌলভীবাজার সদর উপজেলা কৃষি সমবায় সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ রুমেন আলী, ইউপি সদস্য প্রদীপ চন্দ্র দেব, আলমগীর হোসেন প্রমুখ। বক্তারা বলেন, হাওড়জুড়ে মৎস্য খামারীদের আধিপত্য বিস্তার রয়েছে। তারা পাম্প হাউস সংলগ্ন ক্যানেলে বিভিন্ন ধরনের নেট ব্যবহার করে মৎস্য চাষ করায় স্বাভাবিক পানি প্রবাহে বাধার সৃষ্টি হচ্ছে।
×