ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

উন্নয়ন বিষয়ক সভা

প্রকাশিত: ২১:১৬, ৬ অক্টোবর ২০২০

উন্নয়ন বিষয়ক সভা

স্টাফ রিপোর্টার, ঈশ্বরদী ॥ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বেঁচে থাকলে বাংলাদেশ অনেক আগেই সিঙ্গাপুর ও থাইল্যান্ডের মতো উন্নত দেশে পরিণত হতো বলে মন্তব্য করেছেন, পাবনা-৪ আসনের এমপি নুরুজ্জামান বিশ্বাস। রবিবার রাতে ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে অনুষ্ঠিত ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশের উন্নয়ন’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি তৌহিদ আক্তার পান্নার সভাপতিত্বে আটঘরিয়া উপজেলা চেয়ারম্যান তানভীর রহমান, ঈশ্বরদী পৌর আওয়ামী লীগের সভাপতি ইসহাক আলী মালিথা, উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি এ্যাডভোকেট হেদায়েত-উল হক,আওয়ামী লীগ নেতা এনামুল হক বিশ্বাস বক্তব্য দেন। সাপের কামড়ে সাপুড়ের মৃত্যু স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ খেলা দেখাতে গিয়ে সাপের কামড়ে এক সাপুড়ের মৃত্যু হয়েছে। তার নাম ওমর আলী (৫১)। নাটোরের সিংড়া উপজেলার বড়বাড়ি এলাকায় তার বাড়ি। ওমরের বাবার নাম দিনু সরদার। রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার রাত সাড়ে ১০টার দিকে ওমরের মৃত্যু হয়। নিহতের ছেলে খোরশেদ জানান, তার বাবা পেশায় একজন শিলপাটা ধারদার। এর বাইরে শখের বশে তিনি সাপ ধরে খেলা দেখান। সম্প্রতি তিনি একটি বিষধর গোখরা সাপ ধরেন। ভুলবশত সাপটির বিষদাঁত ভাঙ্গা হয়নি। রবিবার বিকেলে বড়বাড়ি বাজারে তিনি লোক জড়ো করে খেলা দেখাচ্ছিলেন। এরই এক পর্যায়ে সাপটি তার হাতে ছোবল দেয়।
×