ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পটিয়ায় মদ বিক্রেতাকে কুপিয়ে জখম

প্রকাশিত: ২১:১৫, ৬ অক্টোবর ২০২০

পটিয়ায় মদ বিক্রেতাকে কুপিয়ে জখম

নিজস্ব সংবাদদাতা, পটিয়া, চট্টগ্রাম, ৫ অক্টোবর ॥ ছোলাই মদের চালান নিয়ে চট্টগ্রামের পটিয়ায় এক মাদক বিক্রেতাকে আরেক মাদক বিক্রেতা কুপিয়ে জখম করেছে। আহত মহিউদ্দিনকে (৩৫) পটিয়া হাসপাতাল থেকে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। সে উপজেলার হাইদগাঁও ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বাসিন্দা শফিকুর রহমানের পুত্র। দুই মাদক বিরোধের জের ধরে এই ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা জানান। পরে গ্রাম পুলিশ ও স্থানীয় লোকজন ৮০ লিটার চোলাই মদ পরিত্যক্ত একটি জায়গা থেকে উদ্ধার করে থানা পুলিশকে হস্তান্তর করেছে। সোমবার সকাল ৭টার দিকে উপজেলার হাইদগাঁও ইউনিয়নের গুচ্ছগ্রাম এলাকায় এই ঘটনা ঘটে। জানা গেছে, উপজেলার হাইদগাঁও গুচ্ছগ্রাম এলাকা হয়ে প্রায় প্রতিদিন চোলাই মদের চালান পাচার হয়ে থাকে। ওই এলাকায় কয়েকজন মাদক বিক্রেতা রয়েছে। যারা পটিয়ার প্রত্যন্ত এলাকায় ছোলাই মদের চালান পাচার করে। রাঙ্গুনিয়া ও বান্দরবান থেকে পাহাড়ী এলাকা হয়ে ছোলাই মদ প্রতিদিন বিভিন্ন এলাকায় যাচ্ছে। সোমবার সকালে গুচ্ছগ্রাম এলাকার মাদক ব্যবসায়ী মোঃ ইলিয়াছের মদের একটি চালান যাওয়ার সময় হাইদগাঁও ৮নং ওয়ার্ডের আরেক মাদক ব্যবসায়ী মহিউদ্দিন বাধা দেন। এর জের ধরে ইলিয়াছ ও তার লোকজন মহিউদ্দিনকে ছুরিকাঘাত করে রক্তাক্ত করে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। স্থানীয় লোকজন জানিয়েছেন, হাইদগাঁও ইউনিয়নের বিভিন্ন স্পটে দিনে ও রাতে মদের রমরমা ব্যবসা চলছে। পাহাড়ী এলাকা হয়ে চোলাই মদ পটিয়াতে ঢুকছে। মাদকের বিষয়টি থানা পুলিশকে জানানো হয়েছে। মহিউদ্দিন ও ইলিয়াছ হাইদগাঁও গুচ্ছগ্রাম এলাকার দুইজনেই চিহ্নিত মাদক বিক্রেতা।
×