ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

স্বামীর স্বীকারোক্তি

ফেসবুক আসক্তির কারণে খুন করা হয় তৃষাকে

প্রকাশিত: ২১:১৫, ৬ অক্টোবর ২০২০

ফেসবুক আসক্তির কারণে খুন করা হয় তৃষাকে

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ আত্মহত্যা নয়; ফেসবুক ব্যবহার বন্ধ না করায় নগরীর হাসপাতাল রোডের কর্মকার ভবনের ভাড়াটিয়া গৃহবধূ তৃষা কর্মকারকে শ্বাসরোধে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখে স্বামী। বরিশাল অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারকের কাছে এমনই স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে পুলিশের হাতে আটক তৃষার ঘাতক স্বামী বাপ্পী কর্মকার। আদালতের বিচারক মারুফ আহমেদ ১৬৪ ধারায় আসামি বাপ্পীর জবানবন্দী গ্রহণ করে তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দিয়েছে। অপরদিকে গৃহবধূ তৃষা কর্মকারকে হত্যার ঘটনায় নিহতের ভাই সাগর কর্মকার বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। সোমবার সকালে মামলার তদন্তকারী কর্মকর্তা কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ফিরোজ আল মামুন বলেন, হত্যাকাণ্ডের ঘটনাটি আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা করেছিলেন তৃষার স্বামী এবং তার পরিবার। কিন্তু পুলিশের কঠোর তৎপরতা এবং জিজ্ঞাসাবাদে হত্যার রহস্য উন্মোচন হয়েছে। এমনকি হত্যাকাণ্ডের দায় স্বীকার করে বাপ্পি কর্মকার রবিবার শেষ কার্যদিবসে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন। উল্লেখ্য, গত ১ অক্টোবর রাতে তৃষ্ণাকে হত্যা করে ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়।
×