ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

আশ্রয়ের দাবিতে ভূমিহীনদের মানববন্ধন

প্রকাশিত: ২১:১৪, ৬ অক্টোবর ২০২০

আশ্রয়ের দাবিতে ভূমিহীনদের মানববন্ধন

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ সদর উপজেলার ২নং সুন্দরবন ইউনিয়নের রাজাপুকুরপাড়ে ৩০ ভূূমিহীন পরিবার আশ্রয়হীন হয়ে পড়েছে। আশ্রয়ণের তালিকায় নাম না থাকায় ভূমিহীনরা ক্ষোভ ও প্রতিবাদমুখর হয়ে উঠেছে। ‘জান দিবো কিন্তু আশ্রয় ছাড়বো না’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার ৩০টি ভূমিহীন পরিবার মানববন্ধন করে। মানববন্ধনে ভূমিহীনরা অভিযোগ করেন, প্রায় ৫০ বছর ধরে ভূমিহীন পরিবার রাজাপুকুরপাড়ে ঘর তুলে বসবাস করে আসছে। সরকার কিছুদিন পূর্বে রাজাপুকুরপাড়ে ভূমিহীনদের জন্য একটি আশ্রয়ণ প্রকল্প নির্মাণের পরিকল্পনা নেয় এবং ভূমিহীনদের আপাতত পুকুরপার ছেড়ে দেয়ার জন্য নির্দেশ দেয়। নতুন ঘর হচ্ছে, নতুন ঘরে তারা উঠবে এ আনন্দে আত্মহারা ভূমিহীনরা। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস ভূমিহীনদের তালিকা তৈরির সময় দেখা যায়, ৩০টি পরিবারের মধ্যে ৯টি পরিবারের তালিকা তৈরি হয়েছে। এ নিয়ে ভূমিহীনদের মধ্যে ক্ষোভ ও প্রতিবাদের সৃষ্টি হয়। রাঙ্গামাটিতে মাছ ব্যবসায়ীকে গুলি করে হত্যা নিজস্ব সংবাদদাতা, রাঙ্গামাটি ৫ অক্টোবর ॥ রাজস্থলী উপজেলা বাজারে জালাল উদ্দিন রিমন (২৮) নামে এক মাছ ব্যবসায়ীকে গুলি করে হত্যা করা হয়েছে। দুর্বৃত্তরা। সোমবার দুপুর দেড়টার সময় উপজেলার বাজার পাড়ায় এলাকায় এ ঘটনা ঘটিয়েছে বলে পুলিশ জানিয়েছে। জানা গেছে, ওইদিন দুপুরের খাবার শেষে উপজেলার বাজার পাড়ায় নিজ বাড়ির শয়ন কক্ষে বিশ্রাম করছিলেন রিমন। এমন সময় হঠাৎ একদল দুর্বৃত্ত এসে এলোপাতাড়ি গুলিবর্ষণ করলে ঘটনাস্থলে রিমন গুলিবিদ্ধ হয়। পরে তার স্বজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত রিমন ঐ এলাকার মৃত আইনুল হকের ছেলে। এ ঘটনার পর রাজস্থলী এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
×