ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

উদ্বোধনের ১০ মাস পরও নাগরপুর ব্রিজের কাজ শুরু হয়নি

প্রকাশিত: ২১:১৩, ৬ অক্টোবর ২০২০

উদ্বোধনের ১০ মাস পরও নাগরপুর ব্রিজের কাজ শুরু হয়নি

নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল, ৫ অক্টোবর ॥ নাগরপুর উপজেলার চৌরাস্তায় নাগরপুর-সলিমাবাদ সড়কের ব্রিজের কাজ উদ্বোধনের ১০ মাসেও শুরু হয়নি। এতে চরম দুর্ভোগে পড়েছেন এ রাস্তা দিয়ে চলাচলকারী হাজার হাজার জনসাধারণ। অথচ আগামী ১৫ নবেম্বর কাজটি শেষ হওয়ার কথা। এর ওপর পুরাতন ব্রিজটি ভেঙ্গে নিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠান মানসম্মত ডাইভারশন রোড না করায় দুর্ভোগ যেন আরও বেড়েছে। ডাইভারশনের অভাবে বাঁশের সাঁকোর ওপর দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে বেকড়া, সলিমাবাদ ও পার্শ্ববর্তী চৌহালী উপজেলার জনগণ। চুক্তি অনুযায়ী কাজ চলাকালীন একটি ৪০ মিটার ইট, সোলিংয়ের ডাইভারশন তৈরি করে কাজটি শুরুর কথা থাকলেও সরেজমিনে গিয়ে বাঁশের সাঁকো ছাড়া আর কিছুই দৃশ্যমান হয়নি। জানা যায়, ২০১৯ সালের ১৬ ডিসেম্বর টাঙ্গাইলের আমঘাট রোডের আলিফ এন্টারপ্রাইজ ১ কোটি ৭ লাখ ২৭ হাজার ৯৫৭ টাকার কার্যাদেশ পায়। চুক্তি অনুযায়ী ২০২০ সালের ১৫ নবেম্বর কাজটি শেষ করার কথা। কিন্তু চুক্তির মেয়াদ শেষ হতে চললেও এখন পর্যন্ত ব্রিজের কোন কাজই শুরু করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান। এলাকাবাসী জানান, ঠিকাদারি প্রতিষ্ঠানটি কাজটি পেয়েই কোন ডাইভারশন নির্মাণ না করেই, ওই স্থানের পুরাতন ব্রিজটি ভেঙ্গে বিক্রি করে দেয়। পরে এলাকাবাসীর চাপের মুখে তারা কিছু মাটি ফেলে হাঁটার রাস্তা করে দেয়। সেটিও বন্যার সময় ভেঙ্গে গেছে। এ সড়ক দিয়ে প্রতিনিয়ত চলাচলকারী আবু বকর বলেন, আমরা অসুস্থ রোগী নিয়ে সব সময় চিন্তায় থাকি।
×