ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ইউনিসেফের শুভেচ্ছা দূত মুশফিক

প্রকাশিত: ০০:৩৮, ৫ অক্টোবর ২০২০

ইউনিসেফের শুভেচ্ছা দূত মুশফিক

জনকণ্ঠ ডেস্ক ॥ বাংলাদেশে ইউনিসেফের নতুন শুভেচ্ছা দূত হয়েছেন মুশফিকুর রহিম। জাতিসংঘের এই অঙ্গসংগঠনের সঙ্গে দেশে শিশু অধিকার প্রচারের জন্য কাজ করবেন অভিজ্ঞ এই ক্রিকেটার। ক্রিকেটারদের মধ্যে সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ কাজ করে চলেছেন ইউনিসেফের সঙ্গে। এক বিবৃতিতে রবিবার ইউনিসেফ শুভেচ্ছা দূত হিসেবে ঘোষণা করে মুশফিকের নাম। খবর বিডিনিউজের। শুভেচ্ছা দূত মনোনীত হয়ে মুশফিক জানালেন, নতুন দায়িত্বে তিনি সাধ্যমতো অবদান রাখতে চেষ্টা করবেন। শিশু অধিকার ও ইউনিসেফের কাজ দুটিই আমার হৃদয়ের খুব কাছাকাছি এবং নিজের কথাগুলো ছড়িয়ে দিতে এটি আমার জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগ। একজন ক্রিকেট খেলোয়াড় এবং একজন বাবা হিসেবে আমি শিশুদের জন্য, বিশেষ করে সবচেয়ে ঝুঁকির মুখে থাকা শিশুদের ইতিবাচক পরিবর্তন আনার জন্য মানুষকে একত্রিত করতে যথাসাধ্য চেষ্টা করব। ২০১৩ সাল থেকে সারাদেশে শিশুদের অধিকার প্রচারের জন্য ইউনিসেফের সঙ্গে জাতীয় দূত হিসেবে কাজ করে আসছেন সাকিব। ইউনিসেফের ইয়ুথ এ্যাডভোকেট হিসেবে আছেন মিরাজ।
×