ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

তামিমের প্রথম ম্যাচ সাড়ে ৬ মাস পর

প্রকাশিত: ২৩:২৭, ৫ অক্টোবর ২০২০

তামিমের প্রথম ম্যাচ সাড়ে ৬ মাস পর

স্পোর্টস রিপোর্টার ॥ তারিখটি ছিল ১৬ মার্চ। চলতি বছরের এই দিনটিকে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগে (ডিপিএল) খেলেছিলেন মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে ১৯ রান করতে পেরেছিলেন। এরপর আর কোন ম্যাচ খেলার স্বাদ পাননি বাঁহাতি ওপেনার তামিম ইকবাল। আজ প্রায় ৬ মাস ৩ সপ্তাহ সময় পর ম্যাচ খেলতে নামবেন তিনি। যদিও এটি গুরুত্বপূর্ণ কোন প্রতিযোগিতামূলক ম্যাচ নয়, জাতীয় দলের স্কিল ক্যাম্পে ডাক পাওয়া ২৭ জনের মধ্যে দুই দলে ভাগ হয়ে ২ দিনের প্রস্তুতি ম্যাচ। আজ সকাল থেকেই মিরপুরে শুরু হবে ম্যাচটি। ইতোমধ্যেই অবশ্য তামিমের টেস্ট সতীর্থরা একটি ম্যাচ খেলার স্বাদ পেয়েছেন। জাতীয় দলের চলমান স্কিল ক্যাম্পে একটি দু’দিনের ম্যাচ খেলেছেন টেস্ট দলে যারা খেলেন তাদের প্রায় সকলেই। শুধু করোনা থেকে সবে সেরে ওঠা আবু জায়েদ রাহী খেলেননি, তিনি দ্বিতীয় প্রস্তুতি ম্যাচেও নেই। তাকে আরও বিশ্রাম দিতে চাইছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রথম প্রস্তুতি ম্যাচে বেশ উপভোগ করেছেন ক্রিকেটাররা। কিন্তু পায়ের হাল্কা ইনজুরি অনেকটাই ভালর দিকে গেলেও খেলতে নামেননি তামিম। মাঠে দর্শক হয়ে থেকেছেন। আবার নেটে হাল্কা ব্যাটিং অনুশীলনও করেছেন কোচিং স্টাফদের সহায়তায়। সেই ম্যাচে মুশফিকুর রহিম, মুমিনুল হক সৌরভ, মাহমুদুল্লাহ রিয়াদরা খেলেছেন। অর্থাৎ তারা ইতোমধ্যেই ম্যাচ খেলার স্বাদ পেয়েছেন দীর্ঘ সময় পর। সবার শেষে এবার দেশসেরা ব্যাটসম্যান তামিমও সেই স্বাদ পেতে যাচ্ছেন আজ। আগের ম্যাচে ফিল্ডিং কোচ রায়ান কুকের নামে হওয়া একাদশে ছিলেন ১১ জন, তামিম ফেরাতে সেই দলটি এবার ১২ জনের হয়েছে। তবে ওটিস গিবসন একাদশে কোন পরিবর্তন আসেনি। যদিও এই প্রস্তুতি ম্যাচগুলোর উদ্দেশ্য ব্যাটসম্যান ও বোলারদের ম্যাচের পরিবেশ নতুন করে বুঝে ওঠা এবং মানিয়ে নেয়ার চেষ্টা। ওটিস গিবসন একাদশ ॥ মোহাম্মদ সাইফ হাসান, ইমরুল কায়েস, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল্লাহ রিয়াদ, লিটন কুমার দাস, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন সৈকত, নাঈম হাসান, হাসান মাহমুদ, এবাদত হোসেন চৌধুরী, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন। রায়ান কুক একাদশ ॥ তামিম ইকবাল, ইয়াসির আলী চৌধুরী রাব্বি, সাদমান ইসলাম অনিক, মুমিনুল হক সৌরভ (অধিনায়ক), মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, কাজী নুরুল হাসান সোহান, মোহাম্মদ সাইফউদ্দিন, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, সৈয়দ খালেদ আহমেদ ও আল-আমিন হোসেন।
×