ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ফ্রেঞ্চ ওপেনে সিমোনাকে হারিয়ে সুইয়াটেকের চমক

প্রকাশিত: ২৩:২৫, ৫ অক্টোবর ২০২০

ফ্রেঞ্চ ওপেনে সিমোনাকে হারিয়ে সুইয়াটেকের চমক

স্পোর্টস রিপোর্টার ॥ গত মৌসুমে ফ্রেঞ্চ ওপেনের চতুর্থ রাউন্ডে সিমোনা হ্যালেপের কাছে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যান ইগা সুইয়াটেক। এবারও সেই শেষ ষোলোতেই একে অপরের মুখোমুখি হন সুইয়াটেক-হ্যালেপ। পোল্যান্ডের সুইয়াটেকের বিরুদ্ধে এবারও ফেবারিটের তকমাটা গায়ে মেখে কোর্টে নামেন রোমানিয়ান তারকা। কিন্তু এবার উল্টো চিত্রনাট্য দেখল ফরাসী ওপেন। হ্যালেপকে রীতিমতো উড়িয়েই দিয়েছেন ১৯ বছরের এই তরুণী। রবিবার শেষ ষোলোর ম্যাচে ইগা সুইয়াটেক ৬-১ এবং ৬-২ ব্যবধানে বিধ্বস্ত করেন সিমোনা হ্যালেপকে। ফরাসী ওপেনের শীর্ষ বাছাই সিমোনা হ্যালেপকে হারাতে এদিন সুইয়াটেকের লাগে মাত্র ৬৮ মিনিট। এর আগে গত বছর রোমানিয়ান তারকা হ্যালেপ সুইয়াটেককে হারিয়েছিলেন আরও কম সময়ে। মাত্র ৪৫ মিনিটে। বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের সাবেক নাম্বার ওয়ান তারকা সিমোনা হালেপের বিদায়ঘণ্টা বাজিয়ে সবার আগে ফ্রেঞ্চ ওপেনের কোয়ার্টার ফাইনালে নাম লেখান পোলিশ স্ট্রাইকার। করোনার কারণে এখনও পুরোপুরি আতঙ্ক কাটেনি টেনিস খেলোয়াড়দের। যে কারণে ইউএস ওপেনের পর ফ্রেঞ্চ ওপেনেও অংশগ্রহণ করেননি অনেকে। বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের এক নম্বর তারকা এ্যাশলে বার্টি যে কারণে খেলেননি দুই টুর্নামেন্টের কোনটিতেই। তাছাড়া ইউএস ওপেনের চ্যাম্পিয়ন নাওমি ওসাকা খেলেননি ফ্রেঞ্চ ওপেনে। এক নম্বর খেলোয়াড় এ্যাশলে বার্টি ও নাওমি ওসাকার অনুপস্থিতি। তার সঙ্গে দ্বিতীয় রাউন্ড থেকে সেরেনা উইলিয়ামসের নাম প্রত্যাহার করে নেয়ার পর নারী এককে হ্যালেপই ছিলেন হট ফেবারিট। কিন্তু শেষ পর্যন্ত অখ্যাত সুইয়াটেকের বিপক্ষে অচেনা ছিলেন তিনি। একপেশে ম্যাচে তাকে হারিয়ে দেন সুইয়াটেক। ২০১৮ সালে এখানেই ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ডস্লাম জয় করেছিলেন হ্যালেপ। তার সামনে ছিল এবার শিরোপা পুনরুদ্ধারের হাতছানি। কিন্তু শেষ পর্যন্ত চতুর্থ রাউন্ড থেকেই বিদায় নিতে হয় তাকে। অন্যদিকে ক্যারিয়ারের প্রথম কোন মেজর টুর্নামেন্টের শেষ আটে জায়গা করে নেন তিনি। কোয়ার্টার ফাইনালের ম্যাচে ইগা খেলবেন ইতালির মার্টিনা ট্রেভিসানের বিপক্ষে। একইদিন চতুর্থ রাউন্ডে যিনি ৬-৪, ৬-৪ গেমে হারিয়েছেন বেলজিয়ামের সপ্তম বাছাই এলিস মার্টেন্সকে। এর আগে শনিবার নারী এককে যুক্তরাষ্ট্রের ড্যানিয়েলে কলিন্সের কাছে হেরে গেছেন টুর্নামেন্টের সাবেক চ্যাম্পিয়ন স্প্যানিশ টেনিস তারকা গারবিন মুগুরুজাও। আরেক সাবেক চ্যাম্পিয়ন জেলেনা ওস্টাপেঙ্কোকে সরাসরি সেটে হারিয়ে বিদায় করেন স্পেনের পলা বাদোসা। সপ্তম বাছাই চেক তারকা পেত্রা কেভিতোভা হারান কানাডিয়ান টিনএজ লেইলাহ ফার্নান্দেজকে। শেষ ষোলোয় তিনি মুখোমুখি হবেন স্পেনের ঝ্যাং সুয়াইয়ের। অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন সোফিয়া কেনিন সরাসরি সেটে হারান রোমানিয়ান কোয়ালিফায়ার ইরিনা বারাকে। অষ্টম বাছাই এ্যারিনা সাবালেঙ্কাকে হারিয়েছেন তিউনিসিয়ার ওনস জাবেউর। এদিকে পুরুষ এককে কলম্বিয়ান কোয়ালিফায়ার ড্যানিয়েল এলাহি গ্যালানকে ৬-০, ৬-৩ এবং ৬-২ গেমে হারিয়ে ফ্রেঞ্চ ওপেনের শেষ ষোলোয় জায়গা করে নেন শীর্ষ বাছাই নোভাক জোকোভিচ। ৩৩ বছর বয়সী খেলোয়াড় কারিয়ারের ১৮তম গ্র্যান্ডস্লামের মিশনে নেমেছেন এবার প্যারিসে। শেষ আটে নাদাল ॥ ক্যারিয়ারের ১৩তম ফ্রেঞ্চ ওপেনের শিরোপা জয়ের পথে আরও একধাপ এগোলেন রাফায়েল নাদাল। রবিবার দুর্দান্ত খেলে প্যারিসের এই টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিলেন তিনি। স্প্যানিশ টেনিস তারকা এদিন ৬-১, ৬-১ এবং ৬-২ ব্যবধানে পরাজিত করেন সেবাস্তিন কোরদাকে। সেমিফাইনালে ওঠার পথে রাফায়েল নাদাল খেলবেন আলেক্সান্ডার জেরেভ বনাম জানিক সিন্নার মধ্যকার ম্যাচের বিজয়ী খেলোয়াড়ের সঙ্গে।
×