ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ঘরোয়া ওয়ানডে সিরিজে নেই মাশরাফি!

প্রকাশিত: ২৩:২৪, ৫ অক্টোবর ২০২০

ঘরোয়া ওয়ানডে সিরিজে নেই মাশরাফি!

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটাররা এখন জৈব সুরক্ষিত বলয়ের মধ্যে থেকে অনুশীলন করছেন। খেলছেন প্রস্তুতি ম্যাচও। দুইদিনের দুটি প্রস্তুতি ম্যাচ শেষে একটি তিনদিনের প্রস্তুতি ম্যাচও হওয়ার কথা ছিল। সেটি না হয়ে ওয়ানডে সিরিজ হবে। নিজেদের মধ্যে তিন ভাগে ভাগ হয়ে ক্রিকেটারদের নিয়ে ওয়ানডে সিরিজ হবে। যেহেতু ওয়ানডে সিরিজের কথা আসছে তাই মাশরাফি বিন মর্তুজার কথাও উঠছে। কারণ এখনও ওয়ানডে থেকে ‘নড়াইল এক্সপ্রেস’ অবসর নেননি। এ সিরিজে খেলবেন মাশরাফি? এ প্রশ্নও উঠছে। যতদূর জানা গেছে, তিনি খেলবেন না। মাশরাফি টেস্ট খেলেন না। আন্তর্জাতিক টি২০ থেকেও অবসর নিয়েছেন। ওয়ানডে থেকে এখনও অবসর নেননি। নেয়ার ইচ্ছাও নেই। সর্বশেষ ওয়ানডে খেলেছেন এ বছর মার্চে জিম্বাবুইয়ের বিরুদ্ধে। যতদূর জানা গেছে, জাতীয় দলের প্রাথমিক স্কোয়াডে যাদের রাখা হয়েছে তাদের এবং হাই পারফর্মেন্স (এইচপি) দলের ক্রিকেটারদের নিয়ে হবে সিরিজ। ‘এ’ দলের ক্রিকেটাররাও থাকতে পারেন। ‘এ’ দল ও এইচপি দলের ক্রিকেটারদেরও করোনা পরীক্ষা শেষে জাতীয় দলের ক্যাম্পে আনা হবে। জৈব সুরক্ষিত বলয়ের মধ্যে তাদেরও তামিম ইকবাল, মুশফিকুর রহিমদের সঙ্গে রাখা হবে। একই হোটেলে থাকবেন। একসঙ্গে অনুশীলন করবেন। তিনটি দলে ভাগ করে ওয়ানডে সিরিজ খেলবেন। তিন দলের ওয়ানডে সিরিজ শেষে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের কথামতো কর্পোরেট টি২০ টুর্নামেন্ট আয়োজন করার কথা। এ টুর্নামেন্ট দিয়ে ঘরোয়া মৌসুমও শুরু হয়ে যাবে। মাশরাফি এখন ওয়ানডে সিরিজে না থাকলেও কর্পোরেট টি২০ টুর্নামেন্ট দিয়ে মাঠে ফিরবেন বলেই জানা যাচ্ছে। ক্রীড়া বিষয়ক সংবাদমাধ্যম ক্রিকবাজ জানতে পেরেছে, বিসিবির নির্বাচকরা মাশরাফিকে জিজ্ঞেস করেছেন খেলতে পারবেন কিনা। কিন্তু করোনা আক্রান্ত হয়ে সেরে ওঠা মাশরাফি জানিয়েছেন তার ফিটনেস খেলার পর্যায়ে নেই। ফিটনেস ফিরে পেতে সময় লাগবে দুই সপ্তাহ। কারণ তিনি বিসিবি আয়োজিত স্বতন্ত্র অনুশীলন করেননি। কিন্তু বিসিবির টুর্নামেন্টটি হবে এক সপ্তাহ পরে। মাশরাফি তাই খেলা হবে না বলে জানিয়ে দিয়েছেন। বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন জানিয়েছেন, ‘মাশরাফি খেলার জন্য ফিট না। সে জন্য সে খেলছে না। আমরা শুধু ফিট ক্রিকেটারদের নিয়ে টুর্নামেন্টটি আয়োজন করছি। যারা বিভিন্ন ক্যাম্পে অংশ নিয়েছেন এবং আমাদের সিস্টেমের মধ্যে ছিলেন।’ ওয়ানডে সিরিজ ১১ অক্টোবর শুরু হয়ে যেতে পারে। তিন দল একেক দলের বিরুদ্ধে দুইবার করে খেলবে। ১১ অক্টোবর শুরু হয়ে একদিন করে বিরতি দিয়ে ম্যাচ হতে থাকবে। ১১, ১৩, ১৫, ১৭, ১৯ ও ২১ অক্টোবর পর্যন্ত সিরিজ চলবে। পয়েন্ট তালিকায় ওপরে থাকা দুই দল ২৩ অক্টোবর ফাইনাল খেলবে। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে ম্যাচগুলো। জাতীয় দলের পুলে আছেন ৩৮ ক্রিকেটার। শ্রীলঙ্কা সফরের জন্য প্রাথমিক দলে ২৭ ক্রিকেটারকে রাখা হয়েছিল। আরও ৩ জন যোগ করে ৩০ জনের প্রাথমিক দল করা হবে। ‘এ’ ও এইচপি দলের আরও ১৫ ক্রিকেটার থাকবেন। মোট ৪৫ জনকে তিন ভাগে ভাগ করে ওয়ানডে সিরিজ হবে। এই ৪৫ জনের তালিকাতে মাশরাফির নাম থাকছে না। মাশরাফি যে এখন ক্রিকেটের সঙ্গেই নেই! মাশরাফিকে রাখলে আবার অনুশীলন করে ম্যাচে নামতে হবে। তা কঠিনই হয়ে পড়বে!
×