ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

কেএস নবীর দুই নাতির নিরাপত্তা দিতে পুলিশকে নির্দেশ

প্রকাশিত: ২২:৩০, ৫ অক্টোবর ২০২০

কেএস নবীর দুই নাতির নিরাপত্তা দিতে পুলিশকে নির্দেশ

স্টাফ রিপোর্টার ॥ বাড়িতে ঢুকতে বাধা দেয়ার ঘটনায় দুই শিশুসহ তার চাচা কাজী রেহান নবীকে আগামী ১১ অক্টোবর আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একইসঙ্গে ১১ অক্টোবর পর্যন্ত দুই শিশুর নিরাপত্তার ব্যবস্থা করতে পুলিশকে নির্দেশ দেয়া হয়েছে। রবিবার বিচারপতি আবু তাহের মোঃ সাইফুর রহমান ও বিচারপতি ড. জাকির হোসেনের দ্বৈত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। শুনানিতে অংশ নিয়ে ডেপুটি এ্যাটর্নি জেনারেল ওয়ায়েস আল হারুনী বলেন, আগামী ১১ অক্টোবর আদালত উভয় পক্ষকে হাজির হতে বলেছেন। ওইদিন উভয় পক্ষের কাছ থেকে ঘটনার বিবরণ শুনে পরবর্তী আদেশ দেবেন। দুই শিশুর বাসায় ফেরা নিয়ে শনিবার মধ্যরাতে দেয়া উচ্চ আদালতের আদেশের বাস্তবায়ন প্রতিবেদন দেখে বিচারপতি আবু তাহের মোঃ সাইফুর রহমান ও বিচারপতি মোঃ জাকির হোসেনের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ রবিবার এ আদেশ দেয়। ভার্চুয়াল আদালতে ধানমন্ডি থানার ওসির বাস্তবায়ন প্রতিবেদন তুলে ধরেন ডেপুটি এ্যাটর্নি জেনারেল ওয়ায়েস। আদেশে বেঞ্চের জ্যেষ্ঠ বিচারক বলেন, আগামী ১১ অক্টোবর উভয় পক্ষকে আদালতে আসতে বলা হয়েছে ঘটনার লিখিত ব্যাখ্যাসহ। সে পর্যন্ত দুই নাবালকের সার্বিক নিরাপত্তা দেয়ার জন্য ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেয়া হলো। টেলিভিশনের আলোচনা অনুষ্ঠান দেখে শনিবার মধ্যরাতে আদালত বসিয়ে আদেশ দিয়েছিল হাইকোর্টের বেঞ্চ। সেই আদেশের পরপরই সাবেক এ্যাটর্নি জেনারেল কেএস নবীর দুই নাতিকে বাসায় দিয়ে আসে পুলিশ। শনিবার রাতে একাত্তর টিভিতে শিশু অধিকার নিয়ে এক আলোচনায় উঠে আসে, কেএস নবীর দুই নাতিকে বাসায় ঢুকতে দিচ্ছেন না তাদের চাচা। টকশোর শেষ দিকে বিচারপতি আবু তাহের মোঃ সাইফুর রহমানের আদালত স্বতঃপ্রণোদিত রুল ইস্যু করে ওই বাসায় শিশু দুটির থাকার ব্যবস্থা করতে এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করতে ধানমন্ডি থানাকে নির্দেশ দেয়।
×