ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

একাধিক মামলার আসামিদের নিয়ে পুলিশের উঠান বৈঠক!

প্রকাশিত: ২২:২৯, ৫ অক্টোবর ২০২০

একাধিক মামলার আসামিদের নিয়ে পুলিশের উঠান বৈঠক!

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামে একাধিক মামলার আসামিদের সঙ্গে নিয়ে খুলশী থানা পুলিশের ওসি (তদন্ত) এবং এক এসআই-এর বিরুদ্ধে উঠান বৈঠক করার অভিযোগ উঠেছে। এলাকাবাসীকে না জানিয়ে খুলশী থানাধীন সৃজনী মাঠে শনিবার বিকেলে ওই বৈঠক অনুষ্ঠিত হয়। এ বৈঠকের পর পরই পুলিশের প্রশ্রয় পাওয়া ছাত্রলীগের নামধারী অপরাধীরা শনিবার সন্ধ্যায় মাস্টার লেন এলাকায় বসবাসরত এক গাড়ির হেলপারকে সৃজনী মাঠেই পিটিয়ে গুরুতর আহত করেছে বলে স্থানীয়দের সূত্রে জানা গেছে। গুরুতর আহত অবস্থায় তাকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযোগ উঠেছে, পুলিশ বিট সংলগ্ন এ মাঠে আকস্মিক এ বৈঠক আইনশৃঙ্খলা বিষয়ক বিট পুলিশিং সভার নামে আয়োজন করা হলেও কমিটির অনেক সদস্যই এ বৈঠক সম্পর্কে জানেন না বলে অভিযোগ পাওয়া গেছে। বিট নং-৪৩ এর আওতায় থাকা খুলশী থানাধীন মাস্টার লেন ও পাঞ্জাবি লেন প্রকাশ শহীদ লেন এলাকা এখন অপরাধীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে বলে জানিয়েছেন সাবেক পুলিশ-পাবলিক কমিটির কয়েক সদস্য। বৈঠকের পর পর আল আমিন নামের গাড়ির এক হেলপারের ওপর ছাত্রলীগ নামধারী টোকাই বাহার ও জাক্কা সোহেল নামের দুজন অতর্কিত হামলা করে। এতে ওই হেলপার গুরুতর আহত হয়েছে। মারধরের কারণ হিসেবে স্থানীয়রা জানান, ওই হেলপারকে মাদকসেবী বলে উত্ত্যক্ত করেই হামলার ঘটনা ঘটিয়েছে অপরাধীরা।
×