ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

করোনায় দেশে এ পর্যন্ত সুস্থ ২ লাখ ৮১ হাজার ৬৫৬

প্রকাশিত: ২২:২৮, ৫ অক্টোবর ২০২০

করোনায় দেশে এ পর্যন্ত সুস্থ ২ লাখ ৮১ হাজার ৬৫৬

স্টাফ রিপোর্টার ॥ সপ্তাহভিত্তিক বিশ্লেষণে গত ৩৯তম সপ্তাহের তুলনায় ৪০তম সপ্তাহে নমুনা পরীক্ষা, রোগী শনাক্ত, সুস্থতা এবং মৃত্যুর হার কমেছে। তবে শুক্রবারের তুলনায় গত ২৪ ঘণ্টায় করোনায় দৈনিক মৃত্যুর সংখ্যা বেড়েছে, কমেছে রোগী শনাক্তের হার। গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ২৩ জনের মৃত্যু এবং শনাক্ত হয়েছেন নতুন ১১২৫ জন। এ নিয়ে এই পর্যন্ত মৃত্যুর সংখ্যা ৫৩৪৮ এবং আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩ লাখ ৬৮ হাজার ৬৯০ জনে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হওয়া ১৫৮৭ জনসহ এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ২ লাখ ৮১ হাজার ৬৫৬ জন। গত ২৪ ঘণ্টায় ৯৮৫৯টিসহ এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ১৯ লাখ ৮৯ হাজার ৬৬৪টি। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১১ দশমিক ৪১ শতাংশ। ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭৬ দশমিক ৩৯ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৫ শতাংশ। রবিবার পাঠানো স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডাঃ নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২৩ জনের মধ্যে ১৭ জন পুরুষ ও ছয়জন নারী। তাদের বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে তিনজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে পাঁচজন এবং ৬০ বছরের বেশি বয়সী ১২ জন রয়েছেন। তাদের বিভাগীয় পরিসংখ্যান অনুসারে ঢাকা বিভাগে ১৭ জন, চট্টগ্রামে একজন, রাজশাহীতে একজন, সিলেটে একজন এবং রংপুরে দুজন রয়েছেন। সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে রাখা হয়েছে ১৫৫ জনকে। বর্তমানে আইসোলেশনে আছেন ১৪ হাজার ৩৩৬ জন। ২৪ ঘণ্টায় আইসোলেশন থেকে ছাড়া পেয়েছেন ২৯৭ জন, এখন পর্যন্ত ছাড়া পেয়েছেন ৬৭ হাজার ৬৮১ জন। এখন পর্যন্ত আইসোলেশন করা হয়েছে ৮২ হাজার ১৭ জনকে। আর প্রাতিষ্ঠানিক ও হোম কোয়ারেন্টাইন মিলে ২৪ ঘণ্টায় কোয়ারেন্টাইন করা হয়েছে ৭৯৭ জনকে। কোয়ারেন্টাইন থেকে গত ২৪ ঘণ্টায় ছাড়া পেয়েছেন ১০১৫ জন, এখন পর্যন্ত ছাড়া পেয়েছেন ৪ লাখ ৯৪ হাজার ১৯৩ জন। এখন পর্যন্ত কোয়ারেন্টাইন করা হয়েছে ৫ লাখ ৩৬ হাজার ৩৯৫ জনকে। বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন ৪২ হাজার ২০২ জন। ৪ অক্টোবর পর্যন্ত মোট মৃত্যুর শতকরা হারে দেখা গেছে, শূন্য থেকে ১০ বছরের মধ্যে ২৫ জন, যা শূন্য দশমিক ৪৭ শতাংশ। ১১ থেকে ২০ বছরের মধ্যে ৪৩ জন, যা শূন্য দশমিক ৮০ শতাংশ। ২১ থেকে ৩০ বছরের মধ্যে ১২১ জন, যা দুই দশমিক ২৬ শতাংশ। ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ৩০১ জন, যা ৫ দশমিক ৬৩ শতাংশ। ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৬৮৬ জন, যা ১২ দশমিক ৮৩ শতাংশ। ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১৪৩৬ জন, যা ২৬ দশমিক ৮৫ শতাংশ এবং ৬০ বছরের বেশি বয়সী মারা গেছেন ২৭৩৬ জন; যা ৫১ দশমিক ১৬ শতাংশ। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৪ অক্টোবর পর্যন্ত করোনায় মোট মৃত্যুর সংখ্যা ঢাকা বিভাগে ২৬৯২ জন, যা মোট মৃত্যুর ৫০ দশমিক ৩৬ শতাংশ, চট্টগ্রাম বিভাগে ১০৮৮ জন, যা মোট মৃত্যুর ২০ দশমিক ৩৪ শতাংশ, রাজশাহী বিভাগে ৩৫৪ জন, যা মোট মৃত্যুর ৬ দশমিক ৬২ শতাংশ, খুলনা বিভাগে ৪৩৭ জন, যা মোট মৃত্যুর ৮ দশমিক ১৭ শতাংশ, বরিশাল বিভাগে ১৮৮ জন, যা মোট মৃত্যুর ৩ দশমিক ৫২ শতাংশ, সিলেট বিভাগে ২৩৩ জন, যা মোট মৃত্যুর ৪ দশমিক ৩৬ জন, রংপুর বিভাগে ২৪৪ জন, যা মোট মৃত্যুর ৪ দশমিক ৫৬ শতাংশ এবং ময়মনসিংহ বিভাগে ১১২ জন, যা মোট মৃত্যুর ২ দশমিক শূন্য ৯ শতাংশ। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সারাদেশে করোনা রোগীদের জন্য সাধারণ শয্যা সংখ্যা ১১ হাজার ৬৮৭টি, সাধারণ শয্যায় ভর্তি রোগীর সংখ্যা ২৬১০ জন এবং খালি রয়েছে ৯০৭৭টি শয্যা। দেশে মোট আইসিইউ শয্যা রয়েছে ৫৬৪টি, ভর্তিকৃত রোগী ২৯১ জন এবং খালি রয়েছে ২৭৩টি আইসিইউ শয্যা। দেশে মোট অক্সিজেন সিলিন্ডার রয়েছে ১২ হাজার ৯৮৭টি, হাইফ্লো ন্যাজাল ক্যানুলা রয়েছে ৫৩৯টি এবং অক্সিজেন কনসেনট্রেটর রয়েছে ৩৪৪টি। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৮৬৯ জন, চট্টগ্রামে ২০০ জন, রাজশাহীতে ১৫৯ জন, খুলনায় ২৩৫ জন, রংপুরে ২০ জন, বরিশালে ২৭ জন এবং সিলেটে ৫০ জন করোনা রোগী সুস্থ হয়েছেন। আর গত ২৪ ঘণ্টায় স্বাস্থ্য অধিদফতরের হটলাইন নম্বরসমূহের মধ্যে স্বাস্থ্য বাতায়নের নম্বরে ৭২৯৪টি, ৩৩৩ নম্বরে ৩৬৩৯৭টি এবং আইইডিসিআর’র নম্বরে ১৫৫টি কল এসেছে। গত ২৪ ঘণ্টায় দেশের আন্তর্জাতিক বিমানবন্দরসমূহে ২৮৪৩ জন, স্থলবন্দরসমূহে ১৫৯ জন এবং সমুদ্রবন্দরসমূহে ২২৬ জনকে স্ক্রীনিং করা হয়েছে।
×