ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

করোনাকালে বিতর্ক

প্রকাশিত: ২২:০৩, ৫ অক্টোবর ২০২০

করোনাকালে বিতর্ক

* কত মতবাদ এলো। কত মতবাদ ভুল হলো। সেটাই স্বাভাবিক। নিরন্তর গবেষণা চলছে। * মানুষ মুক্তির পথ খুঁজছে। * প্রথমে বলল, করোনা হাঁচি-কাশির মাধ্যমে ছড়ায়। ৩ ফুট দূরত্বের মধ্যে সংক্রমণ সবচেয়ে বেশি হয়। * পরে প্রমাণিত, হাঁচি-কাশির কণা বাতাসে ৮ মিটার ভাসতে পারে । * সারফেসের ওপর থেকে ছড়ায়। পরে সি ডি সি বলল, সারফেস থেকে করোনা ছড়ায় না। * প্রথমে বলল, উপসর্গবিহীনও করোনা রোগ ছড়ায়। এখন বলছে, না, উপসর্গবিহীন ছড়ায় না। * ভ্যাকসিন তৈরিতে বেশিরভাগ গবেষক এ্যান্টিস্পাইক প্রোটিন এ্যান্টিবডি তৈরিতে উঠেপড়ে লেগেছিলেন। এখন বলছেন, এ্যান্টিস্পাইক এ্যান্টিবডি স্থায়ী নাও হতে পারে। * মানুষের শরীরে অন্তর্গত রোগপ্রতিরোধ (innate immunit) ক্ষমতা তাকে রক্ষা করছে। রোগের তৈরি এ্যান্টিবডি নয়। অথচ যেসব বয়স্ক রোগী করোনা আক্রান্ত হচ্ছে এবং খারাপ হয়ে যাচ্ছে। তাদের শরীরে এ্যান্টিবডি কিন্তু আছে। কিন্তু এ এ্যান্টিবডি তাকে রক্ষা করতে পারছে না। তাই করোনার ভ্যাকসিন নির্জীব করোনাভাইরাস (life attenuated virus) দিয়ে তৈরি করলে তা মানুষকে সারা জীবনের তরে রোগ প্রতিরোধ করতে পারে। * ভিটামিন ডি নিয়ে এখন গবেষকরা কেউ কেউ উচ্চকিত। বলছেন- ভিটামিন ডি মানুষের শরীরের অন্তর্গত ইমিউনিটিকে জাগিয়ে তুলছে। ফলে করোনা প্রতিহত করতে পারে ভিটামিন ডি। * এ রকম হাজারও বিতর্ক জন্ম নিচ্ছে। যদিও তা গবেষণার ধর্ম। * তবু, একটা বিষয়ে কিন্তু বিতর্ক নেই—সাবান দিয়ে হাত ধোয়া। * সাবান দিয়ে হাত ধুলে জীবাণু মরে যায়। ডাঃ এ টি এম রফিক উজ্জ্বল হলি ফ্যামিলি হাসপাতাল ০১৭১৫২৮৫৫৫৯
×