ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

আইনের শাসন ও বিচার বিভাগীয় দুর্নীতি পাশাপাশি চলতে পারে না

প্রকাশিত: ২১:৫৯, ৫ অক্টোবর ২০২০

আইনের শাসন ও বিচার বিভাগীয় দুর্নীতি পাশাপাশি চলতে পারে না

স্টাফ রিপোর্টার ॥ আইনের শাসন এবং বিচার বিভাগীয় দুর্নীতি পাশাপাশি চলতে পারে না। বিচার বিভাগীয় কর্মকর্তা এবং কর্মচারীরা যদি দুর্নীতিগ্রস্ত হন তাহলে আইনের শাসন বই-পুস্তকেই সীমাবদ্ধ থাকবে, এটি বাস্তবে রূপ কখনই লাভ করবে না। রাজধানীর কয়েকটি পরিত্যক্ত সম্পত্তি নিয়ে সরকারের করা রিট মামলায় জারি করা রুলের রায়ের পর্যবেক্ষণে এ বিষয়টি উঠে এসেছে। এদিকে দেবোত্তর সম্পত্তি দখল করে সিলেটের বেসরকারী রাগিব-রাবেয়া মেডিক্যাল কলেজ ও হাসপাতাল স্থাপন অবৈধ ঘোষণা করে আপীল বিভাগের রায়ের রিভিউ পুনর্বিবেচনার রায় বহাল রেখেছেন আপীল বিভাগ। সর্বোচ্চ আদালতের রিভিউ রায়ও বহাল রাখার ফলে মেডিক্যাল কলেজ হাসপাতাল স্থানান্তর করতেই হবে। অন্যদিকে গাড়ির শুল্কফাঁকির মামলায় পাঁচ বছরের দ-প্রাপ্ত বিএনপির সংসদ সদস্য (এমপি) হারুন-অর-রশীদকে হাইকোর্টের দেয়া জামিনের বিরুদ্ধে দুদকের আবেদন খারিজ করে আদেশ দিয়েছে সুপ্রীমকোর্টের আপীল বিভাগ। ফলে আপীলেও তার জামিন বহাল থাকল। রবিবার আপীল বিভাগের বেঞ্চ এ আদেশ দিয়েছে। আইনের শাসন এবং বিচার বিভাগীয় দুর্নীতি পাশাপাশি চলতে পারে না- বিচারপতি মোঃ আশরাফুল কামাল ও বিচারপতি রাজিক-আল-জলিলের হাইকোর্ট বেঞ্চ এমন পর্যবেক্ষণ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এ্যাটর্নি জেনারেল ওয়ায়েশ আল হারুনী। অন্যপক্ষে ছিলেন আইনজীবী সিহাব উদ্দিন মাহমুদ। গত বছরের ১১ ডিসেম্বর এ রায় ঘোষণা করা হয়। যেটি সম্প্রতি সুপ্রীমকোর্টের ওয়েবসাইটে প্রকাশিত হয়। রায়ের তথ্য মতে, ১৯৮৮ সালে কেএএম আশরাফ উদ্দিন কাকরাইলের ৫৬/৫৭ হোল্ডিংয়ের ছয় কাঠা (বাড়ি নং-৫৬), লুৎফুন্নেছা রহমান চার কাঠা (বাড়ি নং-৫৬/১) এবং ১৯৮৯ সালে একেএম ইদ্রিস হোসেন তালুকদার ও তার স্ত্রী জামিলা খাতুন সাড়ে ছয় কাঠা (বাড়ি নং-৫৭) জমির মালিকানা দাবি করে পরিত্যক্ত সম্পত্তির তালিকা থেকে সেগুলো বাতিল চেয়ে সেগুনবাগিচার সেটেলমেন্ট আদালতে আবেদন করেন। আবেদনকারীরা সবাই দাবি করেন, তারা ১৯৭৩ সালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের চতুর্থ শ্রেণীর কর্মচারী তারারাম জয়সুরিয়া ওরফে চিও রতন ওরফে তারারাম মুচির কাছ থেকে এই জমি কিনেছেন। পরে ১৯৯৫ সালের ২৭ নবেম্বর ১৬ কাঠা জমি পরিত্যক্ত সম্পত্তির তালিকা থেকে বাদ দিয়ে ঢাকার প্রথম সেটেলমেন্ট আদালত রায় দেন। ওই রায়ের বিরুদ্ধে ২০১৯ সালে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের পৃথক রিট আবেদনে জারি করা রুল মঞ্জুর করে রায় দেয় হাইকোর্ট। স্থানান্তর করতেই হচ্ছে রাগিব-রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতাল ॥ দেবোত্তর সম্পত্তি দখল করে সিলেটের বেসরকারী রাগিব-রাবেয়া মেডিক্যাল কলেজ ও হাসপাতাল স্থাপন অবৈধ ঘোষণা করে আপীল বিভাগের রায়ের রিভিউ পুনর্বিবেচনার রায় বহাল রেখেছে আপীল বিভাগ। সর্বোচ্চ আদালতের রিভিউ রায়ও বহাল রাখার ফলে মেডিক্যাল কলেজ হাসাপাতাল স্থানান্তর করতেই হবে। তবে, রিভিউ রায়ে পাঁচ কোটি টাকা থেকে কমিয়ে তিন কোটি টাকা প্রদানের নির্দেশ দেয়া হয়েছে। গত ২৭ সেপ্টেম্বর রিভিউয়ের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। এমপি হারুনের জামিন আপীলেও বহাল ॥ গাড়ির শুল্কফাঁকির মামলায় পাঁচ বছরের দ-প্রাপ্ত বিএনপির সংসদ সদস্য (এমপি) হারুন অর রশীদকে হাইকোর্টের দেয়া জামিনের বিরুদ্ধে দুদকের আবেদন খারিজ করে আদেশ দিয়েছেন আপীল বিভাগ। ফলে আপীলেও জামিন বহাল থাকল। রবিবার জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ ইমান আলীর নেতৃত্বাধীন আপীল বিভাগের বেঞ্চ আবেদন খারিজ করে আদেশ দেন। আদালতে এদিন দুদকের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান।
×