ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

হত্যাকাণ্ডের দুবছর পরও খাশোগির লাশ মেলেনি

প্রকাশিত: ০০:১৪, ৪ অক্টোবর ২০২০

হত্যাকাণ্ডের দুবছর পরও খাশোগির লাশ মেলেনি

সৌদি আরবের অনুসন্ধানী সাংবাদিক ও রাজ পরিবারের কঠোর সমালোচক হিসেবে পরিচিত জামাল খাশোগিকে হত্যার দুই বছর পার হয়ে গেলেও এখন পর্যন্ত তার লাশের খোঁজ মেলেনি। ২০১৮ সালের ২ অক্টোবর ইস্তানবুলের সৌদি কনস্যুলেটে প্রবেশের পর নিখোঁজ হন ভিন্ন মতাবলম্বী সৌদি সাংবাদিক জামাল খাশোগি। এ সময় বাইরে দাঁড়িয়েছিল তার তুর্কী বাগদত্তা হাতিসে সেনগিস। শুক্রবার তার নিখোঁজের দুই বছর পূর্ণ হয়। এখনও সন্ধান মেলেনি তার। বাগদত্তাসহ খাশোগির পরিবারের অভিযোগ খাশোগিকে গুম করে খুন করা হয়েছে। সৌদি কর্তৃপক্ষও বিষয়টি পরে স্বীকার করেছে। খবর আলজাজিরা অনলাইনের। জুরিখ ফিল্ম ফেস্টিভালে শুক্রবার জামাল খাশোগির ওপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়। পুরস্কারপ্রাপ্ত মার্কিন চলচ্চিত্র পরিচালক ব্রায়ান ফজেল ‘দ্যা ডিসেন্ট’ নামে ওই প্রামাণ্যচিত্রটি নির্মাণ করেন। প্রথম দিনেই এটি স্থানীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমের নজর কেড়ে নেয়। প্রদর্শনীর সব টিকেট বিক্রি হয়ে যায়।
×