ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রাজস্থানকে উড়িয়ে দিল ব্যাঙ্গালুরু

প্রকাশিত: ২৩:৪৮, ৪ অক্টোবর ২০২০

রাজস্থানকে উড়িয়ে দিল ব্যাঙ্গালুরু

স্পোর্টস রিপোর্টার ॥ ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) শনিবার দিনের প্রথম ম্যাচে রাজস্থান রয়্যালসকে (আরআর) ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু (আরসিবি)। আবুধাবীর শেখ জায়েদ স্টেডিয়ামে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৫৪ রান করে স্টিভেন স্মিথের রাজস্থান। পাঁচ নম্বরে নেমে সর্বোচ্চ ৪৭ রান করে আউট হন মাহিপাল লমরর। ওপেনার জস বাটলার ২২ ও শেষদিকে রাহুল তিওয়াতিয়ার অপরাজিত ২৪ ছাড়া কেউ বড় ইনিংস খেলতে পারেননি। যুবেন্দ্র চাহাল ৩ ও ইসুরু উদানা নেন ২ উইকেট। জবাবে দেবদূত পাদিক্কাল ও অধিনায়ক বিরাট কোহলির দুর্দান্ত দুই হাফ সেঞ্চুরির সৌজন্যে ১৯ ওভার ১ বল খেলে মাত্র ২ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় ব্যাঙ্গালুরু। ৪৫ বলে ৬ চার ও ১ ছক্কায় ৬৩ রান করে আউট হন পাদিক্কাল। আসরে তরুণ ওপেনারের তৃতীয় হাফ সেঞ্চুরি এটি। ৫৩ বলে ৭ চার ও ২ ছক্কায় অপরাজিত ৭২ রানের দৃষ্টিনন্দন ইনিংস খেলে জয় নিয়ে মাঠ ছাড়েন কোহলি। আমিরাতে এবারের আইপিএলে আরসিবি অধিনায়কের প্রথম হাফ সেঞ্চুরি এটি। আগের তিন ম্যাচে ১৪, ১ ও ৩ রান করে আউট হয়েছিলেন তিনি। রাজস্থানের হয়ে জোফরা আর্চার ও শ্রেয়াস গোপাল নেন একটি করে উইকেট। আসরে নিজেদের চতুর্থ ম্যাচে কোহলির ব্যাঙ্গালুরুর এটি তৃতীয় জয়।
×