ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

হ্যাটট্রিক হারে অসহায় ধোনি

প্রকাশিত: ২৩:৪৭, ৪ অক্টোবর ২০২০

হ্যাটট্রিক হারে অসহায় ধোনি

স্পোর্টস রিপোর্টার ॥ উদ্বোধনী ম্যাচে ‘ডিফেন্ডিং’ চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়ে আমিরাতে এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএলে) দুর্দান্ত শুরু করেছিল চেন্নাই সুপার কিংস। কিন্তু টানা তিন হারে সেই মহেন্দ্র সিং ধোনির দলই এখন কোণঠাসা। সর্বশেষ সানরাইজার্স হায়দরাবাদের কাছে ৭ রানে হারের পর অধিনায়কের কণ্ঠ ছিল ভীষণ রকমের অসহায়, ‘পরপর তিন ম্যাচ শেষ কবে হেরেছি মনে পড়ছে না। একই ভুল আমরা বারবার করে চলেছি। ঠিক যেভাবে খেলতে চেয়েছি, পারিনি। ব্যাটিংয়ের সময় প্রচ- গরমে গলা শুকিয়ে আসছিল। চেষ্টা করছিলাম কিন্তু কিছুতেই ব্যাটে-বলে হচ্ছিল না।’ ভাবা যায় কথাগুলো ধোনির মুখ থেকে বের হচ্ছে! অনেক সমালোচনার পর ১৬৫ রানের জয়ের লক্ষ্যে এদিন দুইধাপ এগিয়ে পাঁচ নম্বরে ব্যাটিং করেন সিএসএকে অধিনায়ক। ৩৬ বলে ৪ চার ও ১ ছক্কায় ৪৭ রান নিয়ে অপরাজিত থাকলেও দলকে জেতাতে পারেননি। ১৫৭/৫-এ থামতে হয়েছে আইপিএল ইতিহাসের অন্যতম সফল দলটিকে। ১৩০.৫৫- ধোনির স্ট্রাইক রেট দেখে বরং মনে হয়েছে স্যাম কুরান কিংবা ব্রাভোকে নামালে ম্যাচের ফল অন্যরকম হতে পারত।
×