ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সঠিক পথেই ছুটছেন নাদাল

প্রকাশিত: ২৩:৪৬, ৪ অক্টোবর ২০২০

সঠিক পথেই ছুটছেন নাদাল

স্পোর্টস রিপোর্টার ॥ ২০ গ্র্যান্ডস্লাম জিতে বিশ্ব টেনিসের পুরুষ এককে সর্বোচ্চ মেজর শিরোপার রেকর্ডটাকে নিজের করে রেখেছেন রজার ফেদেরার। তবে ইনজুরির কারণে সুইজারল্যান্ডের এই টেনিস কিংবদন্তি এখন কোর্টের বাইরে। সেই সুযোগে স্প্যানিশ তারকা রাফায়েল নাদালের সামনে এখন ফেড এক্সপ্রেসকে ছুঁয়ে ফেলার হাতছানি। হ্যাঁ, আর মাত্র একটি গ্র্যান্ডস্লাম জিতলেই ফেদেরারের রেকর্ডে ভাগ বসাবেন রাফায়েল নাদাল। সেই লক্ষ্যেই ফ্রেঞ্চ ওপেনের কোর্টে নামেন এই স্প্যানিয়ার্ড। খেলছেনও দুর্দান্ত। টানা তিন ম্যাচ জিতে প্যারিসের এই টুর্নামেন্টের চতুর্থপর্বে জায়গা করে নিয়েছেন রাফায়েল নাদাল। সুদীর্ঘ ক্যারিয়ারে ১৯টি গ্র্যান্ডস্লাম জিতেছেন রাফায়েল নাদাল। যেখানে অর্ধেকেরও বেশি প্যারিসে। নিজের সেই প্রিয় কোর্টে এবারও অপ্রতিরোধ্য গতিতে এগোচ্ছেন রাফা। ১২ বারের চ্যাম্পিয়ন শুক্রবার ইতালির স্টেফানো ত্রাভাগলিয়াকে সরাসরি সেটে পরাজিত করেন তিনি। সেই ম্যাচের ফলাফল ৬-১, ৬-৪ এবং ৬-০ ব্যবধানে নাদালের জয়। রজার ফেদেরারের ২০ গ্র্যান্ডস্লাম জয়ের নজির স্পর্শ করার দৌড়ে আজ আবারও কোর্টে নামবেন এই স্প্যানিয়ার্ড। বর্তমান বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের দুই নম্বরে থাকা রাফায়েল নাদাল চতুর্থ রাউন্ডের ম্যাচে মুখোমুখি হবেন যুক্তরাষ্ট্রের সেবাস্তিয়ান কোরদার।
×