ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিসিবির সিদ্ধান্তে একমত তামিমও

প্রকাশিত: ২৩:৪৬, ৪ অক্টোবর ২০২০

বিসিবির সিদ্ধান্তে একমত তামিমও

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশের শ্রীলঙ্কা সফর শেষ পর্যন্ত হয়নি। লঙ্কা কোভিড-১৯ টাস্কফোর্সের ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনের শর্তগুলো মেনে নিয়ে সফর করা সম্ভব নয়। আর তাই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সফর স্থগিত করেছে। একদিন আগে শনিবার বিসিবির সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো। এবার ওপেনার তামিম ইকবালও বিসিবির সিদ্ধান্তের সঙ্গে একমত প্রকাশ করেছেন। তামিম বলেছেন, ‘যে শর্তগুলো ছিল আসলে ওই শর্তগুলো মেনে নেয়া অসম্ভব। আমার কাছে মনে হয় যে ক্রিকেট বোর্ডের যে সিদ্ধান্ত ছিল সেটা সঠিক ছিল। কারণ আপনি যদি একবার চিন্তা করেন ১৪ দিন আপনি আপনার রুম থেকেই বের হতে পারবেন না। আপনি আপনার দলের খেলোয়াড়দের সঙ্গে দেখা করতে পারবেন না, আপনার খাওয়া-দাওয়া সব রুমের মধ্যে হবে। আমরা গত এক-দেড় মাসে যেভাবে তৈরি করেছি, বিশেষ করে পেস বোলারদের। এই ১৪ দিনে কিন্তু পুরো জিনিসটা নষ্ট হয়ে যাবে। ১৪ দিন পর কিন্তু আমরা আরও ১৫-২০ দিন পাচ্ছি না, টেস্ট ম্যাচ শুরু হতে আমরা খুব কম সময় পাব। এসব কিছু চিন্তা করে ক্রিকেট বোর্ড যে সিদ্ধান্ত নিয়েছে আমার কাছে মনে হয় যে সেটা সঠিক।’ এরআগে ডোমিঙ্গো বলেছিলেন, ‘আমি মনে করি এটা খুবই কঠিন। বিশেষ করে মানসিক দিক থেকে। শারীরিক ফিটনেসের থেকেও এটা কঠিন। ১৪ দিন ছোট হোটেল রুমে বন্দী থাকা খুব চ্যালেঞ্জিং। কয়েকজন খেলোয়াড়ের সঙ্গে আমার কথা হয়েছিল। মূল সিদ্ধান্তটা বোর্ডই নিয়েছে। আমি অবশ্যই বলব সিদ্ধান্তটা ভাল হয়েছে।’ ডয়েচ ভেলেকে দেয়া এক সাক্ষাতকারে ওয়ানডে অধিনায়ক তামিম জানান, অধিনায়ক হলেও জীবনযাত্রা বা সতীর্থদের সঙ্গে সম্পর্কে কোন পরিবর্তন আসেনি। অধিনায়ক হবেন এমন ইচ্ছাও কখনই ছিল না। তবে নতুন দায়িত্বে নিজের সেরাটাই দেয়ার চেষ্টা করবেন। নিয়মিত ওয়ানডে অধিনায়ক হওয়ার পর পাকিস্তান সফরে ওয়ানডেতে প্রথম নেতৃত্ব দেয়ার কথা ছিল তামিমের। কিন্তু সেই সুযোগ মিলেনি। করোনাভাইরাসের প্রাদুর্ভাবে ম্যাচ ভেস্তে যায়। এরপর এক এক করে সিরিজ, টুর্নামেন্ট স্থগিত হতে থাকে। তাই আর নেতৃত্ব দেয়া হয়নি তামিমের। এখন আগামী বছরের শুরুতে যে দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলা রয়েছে, সেদিকেই নজর দিচ্ছেন তামিম। ক্রিকেট বোর্ডও ক্রিকেটারদের ফিট রাখতে, প্রাণ চাঞ্চল্য রাখতে চেষ্টা করে যাচ্ছে। জৈব সুরক্ষিত বলয়ের মধ্যে রেখে ক্রিকেটারদের অনুশীলন করানো হচ্ছে। প্রস্তুতি ম্যাচও খেলা হচ্ছে। খেলোয়াড়দের দুই দলে ভাগ করে দুইদিনের প্রস্তুতি ম্যাচ হচ্ছে। সামনে তিনদিনের ম্যাচ হবে। এরপর ওয়ানডে ও টি২০ লীগও হতে পারে। তামিম বলেন, ‘সেগুলো সফলভাবে করতে পারলে আমরা সব ফরমেটে প্রস্তুত থাকব।’ আন্তর্জাতিক ক্রিকেটে সবমিলিয়ে ২৩ সেঞ্চুরির মালিক তামিম। টেস্টে ৯টি, ওয়ানডেতে ১৩টি ও টি২০তে একটি সেঞ্চুরি আছে তামিমের। ক্রিকেট নিয়ে মানুষের আগ্রহ বা খেলোয়াড় বাছাই নিয়ে সবার মন্তব্যকে যেভাবে দেখেন তা নিয়েও কথা বলেছেন তামিম। জানিয়েছেন, ‘আমার যেটা নিয়ে আপত্তি তা হলো গ্রুপ-ইজম। সোশ্যাল মিডিয়াগুলোতে তামিমিয়ান, সাকিবিয়ান, মাশরাফিয়ান, মুশফিকিয়ান, রিয়াদিয়ান- এই গ্রুপগুলো নিজেদের গ্রুপকে ভাল দেখানোর জন্য আরেকজনকে আক্রমণ করে, যেটা ভাল না। গ্রুপ থাকা ভাল কথা। আপনারা ইনডিভিজুয়েলের ফ্যান। একটা জিনিস ভুলে যাবেন না, সবাই একটা দলের জন্য খেলে। আমার গ্রুপের মানুষজন যদি আমার কলিগকে ছোট করে তাহলে সেটা ফেয়ার হলো না। গ্রুপইজম নিয়ে আমার সমস্যা আছে। মানুষের মতামত নিয়ে কোন সমস্যা নেই।’
×