ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দুইদিনের ম্যাচে লক্ষ্য পূরণ মুমিনুলের

প্রকাশিত: ২৩:৪৫, ৪ অক্টোবর ২০২০

দুইদিনের ম্যাচে লক্ষ্য পূরণ মুমিনুলের

স্পোর্টস রিপোর্টার ॥ দীর্ঘ সময় পর কোন ক্রিকেট ম্যাচ খেলার সুযোগ পেলেন ক্রিকেটাররা। দ্বিতীয় দফা দলগত স্কিল ক্যাম্পের শুরুতেই দু’দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলেছেন। আর এতে করে ম্যাচ পরিস্থিতির সঙ্গে মানিয়ে ওঠার একটা দারুণ অনুশীলন হয়েছে বলে মনে করেন টেস্ট অধিনায়ক মুমিনুল হক সৌরভ। তিনি জানিয়েছেন, ব্যাটসম্যানদের লক্ষ্য ছিল টেস্ট ম্যাচের পরিস্থিতি, পরিবেশ ও আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেয়ার জন্য সারাদিন ব্যাটিং করার চেষ্টা ছিল ব্যাটসম্যানদের। সেদিক থেকে শনিবার ম্যাচ শেষ হওয়ার পর বলা যায় মুমিনুলই একমাত্র সফল ব্যাটসম্যান। কারণ তিনি প্রায় সারাদিন ব্যাট করেছেন এবং শতক হাঁকিয়ে অপরাজিত ছিলেন ১১৭ রানে। দুইদিনের ম্যাচের প্রথমদিন ওটিস গিবসন একাদশের হয়ে ওপেনার সাইফ হাসান ৬৪ ও সৌম্য সরকার ৫১ রানের দুটি ভাল ইনিংস খেলতে পেরেছিলেন। দাপট দেখিয়েছেন পেসাররা। তাসকিন আহমেদ ৩টি, সাইফউদ্দিন ও খালেদ আহমেদ ১টি করে উইকেট নিয়েছিলেন। দ্বিতীয়দিন ছিল রায়ান কুক একাদশের। শুরুটা বাজে হলেও তাদের ব্যাটসম্যানরা সফল হয়েছেন। পেসার এবাদত হোসেন চৌধুরী দাপুটে বোলিং করেন। সাদমান ইসলাম অনিক (১৩) ও ইয়াসির আলী রাব্বির (২) উইকেট দ্রুত তুলে নিয়েছিলেন তিনি। মুশফিকুর রহিমকেও (৩) সাজঘরে ফেরায় আরেক পেসার হাসান মাহমুদ। এরপরই মুমিনুল ও মোহাম্মদ মিঠুন রুখে দাঁড়ান। আগেরদিন অফস্পিন করে ২ উইকেট নিয়ে চমকে দেয়া মিঠুন ১১৯ বলে ৭ চার, ১ ছক্কায় ৬২ রানের দারুণ এক ইনিংস খেলে সাজঘরে ফেরেন নাঈম হাসানের বলে। কিন্তু মুমিনুল আউট হননি, ব্যাট করেছেন শেষ পর্যন্ত। ২২০ বলে ১৪ চার, ১ ছক্কায় ১১৭ রানে অপরাজিত থাকেন তিনি। ম্যাচশেষে তিনি প্রতিক্রিয়ায় বলেন, ‘চেষ্টা করছিলাম যে টেস্ট ম্যাচে যে রকম পরিবেশ পরিস্থিতি থাকে সেভাবে খেলার। ব্যাটসম্যানদের মধ্যে চেষ্টা ছিল রান করার চেয়ে আমরা যাতে সারাদিন ব্যাট করতে পারি। কন্ডিশন, আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেয়ার চেষ্টা। কারণ অনেকদিন ধরে খেলার মধ্যে ছিলাম না, আমরা সেটাই মানিয়ে নিতে ওইভাবে ব্যাটিংয়ের চেষ্টা করেছি।’ সেই চেষ্টাতে সফল হয়েছেন মুমিনুল তাতে সন্দেহ নেই। কুক একাদশ ৫ উইকেটে ২৪৮ রান তোলার পর ম্যাচ ড্র হয়েছে। আউট না হওয়ার স্বস্তি মুমিনুলের। তবে তিনি বললেন, ‘প্রথমে খেলা শুরু হওয়ার আগে একটু টেনশনে ছিলাম। মানুষ হিসেবে টেনশন থাকাটাই স্বাভাবিক। কারণ গত ৬/৭ মাস ধরে আমরা খেলি নাই, শুধু কিছুদিন প্র্যাকটিস করেছি। তাই কিছুটা নার্ভাস ছিলাম। প্র্যাকটিস অনুসারে আমার মনে হয় খুব ভাল প্র্যাকটিস হয়েছে আমাদের। বিশেষ করে পেস বোলারদের এবং ব্যাটসম্যানদের যারা আমরা রান করেছি তাদের। ব্যক্তিগতভাবে ২ দিনের এই খেলাটা আমি বেশ উপভোগ করেছি।’
×