ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

করোনায় দেশে মৃত্যু ও শনাক্ত দুই-ই কমেছে

প্রকাশিত: ২২:৫৩, ৪ অক্টোবর ২০২০

করোনায় দেশে মৃত্যু ও শনাক্ত দুই-ই কমেছে

স্টাফ রিপোর্টার ॥ গত ২৪ ঘণ্টায় করোনায় দৈনিক মৃত্যুর সংখ্যা এবং রোগী শনাক্তের হার দুই-ই কমেছে। গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ২০ জনের মৃত্যু এবং শনাক্ত হয়েছেন নতুন ১১৮২ জন। এ নিয়ে এ পর্যন্ত মৃত্যুর সংখ্যা ৫৩২৫ এবং আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩ লাখ ৬৭ হাজার ৫৬৫ জনে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হওয়া ১৪৪২ জনসহ এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ২ লাখ ৮০ হাজার ৬৯ জন। গত ২৪ ঘণ্টায় ৯৫৫৪ টিসহ এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ১৯ লাখ ৭৯ হাজার ৮০৫টি। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১২ দশমিক ৩৭ শতাংশ। ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭৬ দশমিক ২০ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৫ শতাংশ। শনিবার পাঠানো স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডাঃ নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২০ জনের মধ্যে ১৭ জন পুরুষ ও ৩ জন নারী। তাদের বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, শূন্য থেকে ১০ বছরের মধ্যে একজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে তিনজন , ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ছয়জন এবং ৬০ বছরের বেশি বয়সী দশ জন রয়েছেন। তাদের বিভাগীয় পরিসংখ্যান অনুসারে, ঢাকা বিভাগে ১২ জন, চট্টগ্রামে ৩ জন, সিলেটে ১ জন, রংপুরে ৩ জন এবং ময়মনসিংহে ১ জন রয়েছেন। সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে রাখা হয়েছে ১৫৩ জনকে। বর্তমানে আইসোলেশনে আছেন ১৪ হাজার ৪৭৮ জন। ২৪ ঘণ্টায় আইসোলেশন থেকে ছাড়া পেয়েছেন ১৭৯ জন, এখন পর্যন্ত ছাড়া পেয়েছেন ৬৭ হাজার ৩৮৪ জন। এখন পর্যন্ত আইসোলেশন করা হয়েছে ৮১ হাজার ৮৭২ জনকে। আর প্রাতিষ্ঠানিক ও হোম কোয়ারেন্টাইন মিলে ২৪ ঘণ্টায় কোয়ারেন্টাইন করা হয়েছে ৫০৭ জনকে। কোয়ারেন্টাইন থেকে গত ২৪ ঘণ্টায় ছাড়া পেয়েছেন ১০০৩ জন, এখন পর্যন্ত ছাড়া পেয়েছেন ৪ লাখ ৯৩ হাজার ১৭৮ জন। এখন পর্যন্ত কোয়ারেন্টাইন করা হয়েছে ৫ লাখ ৩৫ হাজার ৫৯৮ জনকে। বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন ৪২ হাজার ৪২০ জন। ৩ অক্টোবর পর্যন্ত মোট মৃত্যুর শতকরা হারে দেখা গেছে, শূন্য থেকে ১০ বছরের মধ্যে ২৫ জন, যা শূন্য ৪৭ শতাংশ। ১১ থেকে ২০ বছরের মধ্যে ৪২ জন, যা শূন্য দশমিক ৭৯ শতাংশ। ২১ থেকে ৩০ বছরের মধ্যে ১২০ জন, যা দুই দশমিক ২৫ শতাংশ। ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ৩০০ জন, যা ৫ দশমিক ৬৩ শতাংশ। ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৬৮৩ জন, যা ১২ দশমিক ৮৩ শতাংশ। ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১৪৩১ জন, যা ২৬ দশমিক ৮৭ শতাংশ এবং ৬০ বছরের বেশি বয়সী মারা গেছেন ২৭২৪ জন; যা ৫১ দশমিক ১৫ শতাংশ। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৩ অক্টোবর পর্যন্ত করোনায় মোট মৃতের মধ্যে ঢাকা বিভাগে ২৬৭৫ জন, যা মোট মৃতের ৫০ দশমিক ২৩ শতাংশ, চট্টগ্রাম বিভাগে ১০৮৭ জন, যা মোট মৃতের ২০ দশমিক ৪১ শতাংশ, রাজশাহী বিভাগে ৩৫৩ জন, যা মোট মৃতের ৬ দশমিক ৬৩ শতাংশ, খুলনা বিভাগে ৪৩৬জন, যা মোট মৃতের ৮ দশমিক ১৯ শতাংশ, বরিশাল বিভাগে ১৮৮ জন, যা মোট মৃতের ৩ দশমিক ৫৩ শতাংশ, সিলেট বিভাগে ২৩২ জন, যা মোট মৃতের ৪ দশমিক ৩৬ জন, রংপুর বিভাগে ২৪২ জন, যা মোট মৃতের ৪ দশমিক ৫৪ শতাংশ এবং ময়মনসিংহ বিভাগে ১১২ জন, যা মোট মৃতের ২ দশমিক শূন্য ১০ শতাংশ। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সারাদেশে করোনা রোগীদের জন্য সাধারণ শয্যা সংখ্যা ১১ হাজার ৬৮৭টি, সাধারণ শয্যায় ভর্তি রোগীর সংখ্যা ২৬৬৭ জন এবং খালি রয়েছে ৯০২০টি শয্যা। দেশে মোট আইসিইউ শয্যা রয়েছে ৫৬৪টি, ভর্তিকৃত রোগী ২৮৬ জন এবং খালি রয়েছে ২৭৮টি আইসিইউ শয্যা। দেশে মোট অক্সিজেন সিলিন্ডার রয়েছে ১২ হাজার ৯৮৭টি, হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা রয়েছে ৫৩৯টি এবং অক্সিজেন কনসেনট্রেটর রয়েছে ৩৪৪টি। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৬৪০ জন, চট্টগ্রামে ৪৬৪ জন, রাজশাহীতে ১৭৪ জন, খুলনায় ১২১ জন, রংপুরে ১৭ জন, বরিশালে ৮ জন এবং সিলেটে ১৮ জন করোনা রোগী সুস্থ হয়েছেন। আর গত ২৪ ঘণ্টায় স্বাস্থ্য অধিদফতরের হটলাইন নম্বরসমূহের মধ্যে স্বাস্থ্য বাতায়নের নম্বরে ৬৯৫৩টি, ৩৩৩ নম্বরে ৩৮৫৬৭টি এবং আইইডিসিআর’র নম্বরে ১৫৮টি কল এসেছে। গত ২৪ ঘণ্টায় দেশের আন্তর্জাতিক বিমানবন্দরসমূহে ২৭৩৭ জন, স্থলবন্দরসমূহে ৬৪০ জন এবং সমুদ্রবন্দরসমূহে ১৪২ জনকে স্ক্রিনিং করা হয়েছে।
×