ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মীর আক্তারের আইপিও নিলাম শুরু আজ

প্রকাশিত: ২১:১৩, ৪ অক্টোবর ২০২০

মীর আক্তারের আইপিও নিলাম শুরু আজ

অর্থনৈতিক রিপোর্টার ॥ বুক বিল্ডিং পদ্ধতিতে পুঁজিবাজারে আসার প্রক্রিয়া থাকা মীর আক্তার হোসেনের আইপিওয়ের বিডিং (নিলাম) শুরু হচ্ছে আজ রবিবার। এই নিলাম শেষ হবে ৭ অক্টোবর বিকেল ৫টায়। অবকাঠামোগত উন্নয়নের সরঞ্জমাদি কেনা, ব্যবসা সম্প্রসারণ, ব্যাংক ঋণ পরিশোধ এবং আইপিওয়ের খরচ মেটাতে কোম্পানিটি পুঁজিবাজার থেকে ১২৫ কোটি টাকা উত্তোলন করবে। এতে ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে আইডিএলসি ইনভেস্টমেন্টস লিমিটেড। কোম্পানিটির আইপিওয়ের প্রসপ্রেক্টাস সূত্রে জানা গেছে, ৩০ জুন ২০১৯ অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় দাঁড়িয়েছে ৬.৩২ টাকা। শেয়ার প্রতি নিট সম্পদমূল্য (পুনর্ম্যূলায়ন সঞ্চিতিসহ) দাঁড়ায় ৩৪ দশমিক ৭১ টাকা। শেয়ার প্রতি সম্পদমূল্য (পুনর্ম্যূলায়ন সঞ্চিতি ব্যতীত) ৩৩.৬৩ টাকা। ৫ বছরের আর্থিক বিবরণী অনুযায়ী কর পরবর্তী নিট মুনাফার গড়হারে শেয়ার প্রতি আয় ৬.২১ টাকা। কোম্পানি সূত্রে জানা গেছে, বর্তমানে প্রতিষ্ঠানটি দেশের বিভিন্ন প্রান্তে ৩৪টি প্রকল্পে কাজ করছে, যার আর্থিক মূল্য ৫ হাজার ৭৬১ কোটি টাকা। মীর আক্তার এই খাতের একক কোম্পানি যারা অবকাঠামো উন্নয়নের সব শাখায় কাজ করে থাকে, যেমন ব্রিজ ও ফ্লাইওভার, হাইওয়ে, এয়ারপোর্ট ও রানওয়ে, রেলওয়ে ট্র্যাক, ড্রেজিং, পাবলিক ইউটিলিটি বিল্ডিং, ফ্যাক্টরি বিল্ডিং। মীর আক্তারের বাস্তবায়িত কাজগুলোর মধ্যে অন্যতম হচ্ছে মিরপুর ফ্লাইওভার, র‌্যাডিসন হোটেল ঢাকা, হাতিরঝিলের সম্পূর্ণ এ্যাসফল্টিং ও চারটি ব্রিজ, মুক্তিযুদ্ধ জাদুঘর,কক্সবাজার এয়ারপোর্ট ও রানওয়ে, আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট পাওয়ার প্লান্টের সিভিল কন্সট্রাকশন, পাবনা ৫৪ কিলোমিটার রেলপথ। মীর আক্তারের প্রধান অর্থ কর্মকর্তা পরিমল কুমার সরকার এফসিএ বলেন, মীর আক্তার নিজ নামে টেন্ডারে অংশগ্রহণ করা ছাড়াও বিভিন্ন জয়েন্ট ভেঞ্চার প্রকল্পে কাজ করে থাকে এবং এর মাধ্যমে যুক্তরাষ্ট্র, চীন, দক্ষিণ কোরিয়া ও জাপানের বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। কোম্পানিটি সাবকন্ট্রাক্টেও কাজ করে থাকে এবং সম্প্রতি কাঁচপুর, মেঘনা ও গোমতি নদীতে তিনটি নতুন ব্রিজের কাজ এইভাবে সম্পন্ন হয়েছে।
×