ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

গুম-খুনের মামলার ৬ বছর পর যুবক জীবিত ফেরত ॥ ৩ তদন্ত কর্মকর্তাকে আদালতে ব্যাখ্যার নির্দেশ

প্রকাশিত: ০০:৩৩, ৩ অক্টোবর ২০২০

গুম-খুনের মামলার ৬ বছর পর যুবক জীবিত ফেরত ॥ ৩ তদন্ত কর্মকর্তাকে আদালতে ব্যাখ্যার নির্দেশ

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ ফতুল্লা থানায় মামুন নামে এক যুবককে কথিত অপহরণ, গুম ও খুনের মামলার ছয় বছর পর ফিরে আসা এবং এক নারীসহ তার পরিবারের ছয়জনের বিভিন্ন মেয়াদে কারাভোগের ঘটনায় পুলিশ ও সিআইডির তিন তদন্ত কর্মকর্তাকে আদালতে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দেয়ার নির্দেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বিচারক আফতাবুজ্জামান মামলার তিন তদন্ত কর্মকর্তা আগামী সাত কার্য দিবসের মধ্যে প্রতিবেদনসহ সশরীরে হাজির হয়ে ব্যাখ্য প্রদানের নির্দেশ দেন। শুক্রবার রাতে এ বিষয়টি সাংবাদিকরা জানতে পারেন। তিন কর্মকর্তা হলেন- ফতুল্লা থানার তৎকালীন এসআই মিজানুর রহমান, সিআইডি পুলিশের এসআই জিয়াউদ্দিন উজ্জল ও সিআইডি পুলিশের সহকারী পুলিশ সুপার মোঃ হারুনুর রশিদ। শুক্রবার রাত সাড়ে ১০টায় বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মোঃ আসাদুজ্জামান। নারায়ণগঞ্জ জেলা সিআইডি পুলিশের বিশেষ পুলিশ সুপার নাসির উদ্দিন আহমেদ গণমাধ্যমকে বলেন, মামলাটি যেহেতু বিচারাধীন ও জুডিসিয়াল বিষয় তাই সিআইডি পুলিশ এই মুহূর্তে কোন তদন্ত কমিটি গঠন করছে না। জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারকার্য সম্পাদন হলে সিআইডি পুলিশ একটি তদন্ত কমিটি গঠন করবে। তদন্ত কমিটি মামলার তদন্তে যেসব কর্মকর্তারা গাফিলতি করেছেন তা খতিয়ে দেখে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরও বলেন, আদালত আগামী সাত কার্যদিবসের মধ্যে মামলার তদন্ত কাজে নিয়োজিত থাকা তিন কর্মকর্তাকে লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশনা দিয়েছেন। আদালতের নির্দেশনা অনুযায়ী কর্মকর্তারা তাদের ব্যাখ্যা প্রদান করবেন।
×