ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

গাজীপুরে যুবকের লাথিতে সবজি বিক্রেতার মৃত্যু

প্রকাশিত: ০০:৩২, ৩ অক্টোবর ২০২০

গাজীপুরে যুবকের লাথিতে সবজি বিক্রেতার মৃত্যু

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ গাজীপুরে পাওনা টাকা নিয়ে কথা কাটাকাটির সময় একব্যক্তির লাথির আঘাতে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। শুক্রবার রাতে পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছে। নিহতের নাম মোঃ আব্দুর রশিদ (৫০)। তিনি ময়মনসিংহের তারাকান্দার নেতারাশি এলাকার মৃত ফজর আলীর ছেলে। জিএমপির কাশিমপুর থানার ওসি মাহবুবে খোদা জানান, কাশিমপুর নয়াপাড়া এলাকায় এমারত হোসেনের বাড়িতে ভাড়া থেকে চায়ের দোকান ও সবজি বিক্রি করতেন আব্দুর রশিদ। তিনি স্থানীয় সুলতান মির্জার ছেলে সুমন মির্জার (২৮) একখন্ড জমি ভাড়া নিয়ে সবজি আবাদ করতেন। পাওনা টাকা না দেয়ায় বুধবার রাত আটটার দিকে রশিদকে বকাঝকা করেন সুমন। এ সময় দু’জনের মধ্যে কথা কাটাকাটি ও ধস্তাধস্তি হয়। একপর্যায়ে সুমন সজোরে আব্দুর রশিদের তলপেটে লাথি মারে। এতে আব্দুর রশিদ গুরুতর আহত হন। স্বজনরা তাকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করে। ওই ক্লিনিকে চিকিৎসাধীন রশিদের অবস্থার অবনতি হলে শুক্রবার বিকেলে সেখান থেকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান আব্দুর রশিদ। পরে স্বজনরা নিহতের লাশ কাশিমপুর নয়াপাড়া এলাকার ভাড়া বাসায় নিয়ে আসেন। শুক্রবার রাতে খবর পেয়ে পুলিশ ওই বাসা থেকে রশিদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। ঘটনার পর থেকে সুমন মির্জা পলাতক রয়েছে।
×