ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

করোনা ভ্যাকসিনের কেন্দ্রীয় নেটওয়ার্কে কাজ করবে আইসিডিডিআরবি

প্রকাশিত: ০০:১৬, ৩ অক্টোবর ২০২০

করোনা ভ্যাকসিনের কেন্দ্রীয় নেটওয়ার্কে কাজ করবে আইসিডিডিআরবি

জনকণ্ঠ ডেস্ক ॥ আইসিডিডিআরবি কোভিড-১৯ ভ্যাকসিনের কেন্দ্রীয় নেটওয়ার্কের কাজ করার জন্য বিশ্বজুড়ে পাঁচটি পরীক্ষাগারের মধ্যে একটি হিসেবে নির্বাচিত হয়েছে। মহামারী প্রস্তুতি উদ্ভাবন জোট (সিইপিআই) শুক্রবার কোভিড-১৯ টিকা প্রার্থীদের কাছ থেকে পাওয়া প্রতিরোধ বিষয়ক প্রতিক্রিয়া নির্ভরযোগ্যভাবে মূল্যায়ন ও তুলনার লক্ষে বিশ্বব্যাপী একটি কেন্দ্রীয় নেটওয়ার্ক গড়ে তোলার জন্য পাঁচটি ক্লিনিক্যাল স্যাম্পল টেস্টিং পরীক্ষাগারের সঙ্গে অংশীদারিত্বের ঘোষণা করেছে। খবর বাসসর। বিশ্বব্যাপী একাধিক অঞ্চল জুড়ে অবস্থিত, প্রাথমিকভাবে এই ভ্যাকসিন-এ্যাসেসমেন্ট নেটওয়ার্কের জন্য নির্বাচিত পরীক্ষাগারগুলো হলো : নেক্সেলিস (কানাডা) এবং পাবলিক হেলথ ইংল্যান্ড (পিএইচই, ইউকে), ভিসমেডিরিশ্রল (ইতালি), ভাইরোক্লিনিক্স-ডিডিএল (নেদারল্যান্ডস), আইসিডিডিআরবি (আগে ইন্টারন্যাশনাল সেন্টার ফর ডায়ারিয়াল ডিজিজ রিসার্চ, বাংলাদেশ) এবং ট্রানস্লেশনাল হেলথ সাইন্স এ্যান্ড টেকনোলজিক্যাল ইনস্টিটিউট (টিএইচএসটিআই, ভারত)। আইসিডিডিআরবি’র নির্বাহী পরিচালক অধ্যাপক জন ডি ক্লেমেনস বলেন, ‘কোভিড-১৯ ভ্যাকসিন প্রতিরোধক প্রতিক্রিয়া এমন পদ্ধতিতে পরিমাপ করা হয় যা ভ্যাকসিন বৈধ তুলনাটি বৃহত্তর জনস্বাস্থ্যের বিষয়টি বিশ্বব্যাপী প্রচেষ্টার জন্য প্রয়োজনীয় হবে।’ তিনি আরও বলেন, ‘আমরা একটি কেন্দ্রীয় পরীক্ষাগার নেটওয়ার্ক স্থাপনের জন্য সিইপিআইয়ের প্রচেষ্টার প্রশংসা করি এবং ভ্যাকসিন মূল্যায়নে কয়েক দশকের অভিজ্ঞতা সম্পন্ন একটি সংস্থা হিসাবে আমরা নেটওয়ার্কটিতে অবদান রাখতে আগ্রহী।’ নেটওয়ার্কটি পরীক্ষার জন্য একই রি-এজেন্ট ব্যবহার করবে-যা নেক্সেলিস এবং পিএইচইর ল্যাবের তৈরি এবং একাধিক কোভিড-১৯ ভ্যাকসিন প্রার্থীদের প্রতিরোধ ক্ষমতা পরিমাপ করার জন্য সাধারণ প্রটোকল অনুসরণ করে।
×