ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বেড়েছে ভোজ্যতেলের দাম, মাছ মাংস স্থিতিশীল

প্রকাশিত: ২২:১৬, ৩ অক্টোবর ২০২০

বেড়েছে ভোজ্যতেলের দাম, মাছ মাংস স্থিতিশীল

অর্থনৈতিক রিপোর্টার ॥ নিত্যপণ্যের বাজারে বেড়েছে ভোজ্যতেলের দাম। দাম কমেনি পেঁয়াজের। এছাড়া শীতের সবজি বিক্রি হচ্ছে চড়া দামে। ৬০ টাকার নিচে বাজারে কোন সবজি পাওয়া যাচ্ছে না। এছাড়া আটা, চিনি, ডাল, ব্রয়লার মুরগি ও ডিমের দাম অপরিবর্তিত রয়েছে। পর্যাপ্ত ইলিশের সরবরাহ বাড়লেও বেড়েছে দেশী মাছের দাম। এছাড়া গরু ও খাসির মাংস বিক্রি হচ্ছে আগের দামে। শুক্রবার রাজধানীর কাওরান বাজার, ফার্মগেট বাজার, মালিবাগ রেলগেট বাজার ও খিলগাঁও সিটি কর্পোরেশন বাজার ঘুরে নিত্যপণ্যের দরদামের এসব তথ্য পাওয়া গেছে। সবচেয়ে বেশি বেড়েছে ভোজ্যতেলের দাম। বেশি দামে বিক্রি হচ্ছে অন্যতম নিত্যপণ্য চাল। এক সপ্তাহের ব্যবধানে সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ৪ থেকে ৫ টাকা করে বেড়েছে। কোন কোন ব্র্যান্ডের এক লিটারের বোতলের দাম চার থেকে পাঁচ টাকা বেড়ে ১১৪-১১৫ টাকা হয়েছে। দুই লিটারের বোতলের দাম করা হয়েছে সর্বোচ্চ ২২৬ টাকা। আর পাঁচ লিটারের সয়াবিনের বোতলের নতুন দাম ৫৫০-৫৫৫ টাকা করা হয়েছে। একমাসের ব্যবধানে দুইবার সয়াবিন তেলের দাম বেড়েছে বলে ক্রেতা-বিক্রেতারা জানিয়েছেন। বাড়তি দামের পণ্য খুচরা বাজারে এখনও না পৌঁছালেও ডিলাররা আগেই জানিয়ে দিচ্ছেন বলে খুচরা ব্যবসায়ীরা জানান।
×