ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

করোনায় দেশে আরও ৩৩ জনের মৃত্যু

প্রকাশিত: ২২:১২, ৩ অক্টোবর ২০২০

করোনায় দেশে আরও ৩৩ জনের মৃত্যু

স্টাফ রিপোর্টার ॥ গত ২৪ ঘণ্টায় করোনায় দৈনিক মৃত্যুর সংখ্যা বেড়েছে, কমেছে রোগী শনাক্তের হার। গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৩৩ জনের মৃত্যু এবং শনাক্ত হয়েছেন নতুন ১৩৯৬ জন। এ নিয়ে এ পর্যন্ত মৃত্যুর সংখ্যা ৫৩০৫ এবং আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩ লাখ ৬৬ হাজার ৩৮৩ জনে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হওয়া ১৫৪৯ জনসহ এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ২ লাখ ৭৮ হাজার ৬২৭ জন। গত ২৪ ঘণ্টায় ১১ হাজার ১৭৬টিসহ এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ১৯ লাখ ৭০ হাজার ২৫১টি। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১২ দশমিক ৪৯ শতাংশ। ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭৬ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৫ শতাংশ। শুক্রবার পাঠানো স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডাঃ নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩৩ জনের মধ্যে ২৫ জন পুরুষ ও ৮ জন নারী। তাদের বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে একজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে সাতজন এবং ৬০ বছরের বেশি বয়সী ২৩ জন রয়েছেন। তাদের বিভাগীয় পরিসংখ্যান অনুসারে, ঢাকা বিভাগে ২১ জন, চট্টগ্রামে ৬ জন, রাজশাহীতে ৬ জন, খুলনায় ১ জন এবং ময়মনসিংহে ১ জন রয়েছেন। সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে রাখা হয়েছে ২১০ জনকে। বর্তমানে আইসোলেশনে আছেন ১৪ হাজার ৫০৪ জন। ২৪ ঘণ্টায় আইসোলেশন থেকে ছাড়া পেয়েছেন ৫৬৪ জন, এখন পর্যন্ত ছাড়া পেয়েছেন ৬৭ হাজার ২০৫ জন। এখন পর্যন্ত আইসোলেশন করা হয়েছে ৮১ হাজার ৭০৯ জনকে। আর প্রাতিষ্ঠানিক ও হোম কোয়ারেন্টাইন মিলে ২৪ ঘণ্টায় কোয়ারেন্টাইন করা হয়েছে ৬৯৯ জনকে। কোয়ারেন্টাইন থেকে গত ২৪ ঘণ্টায় ছাড়া পেয়েছেন ৯১৩ জন, এখন পর্যন্ত ছাড়া পেয়েছেন ৪ লাখ ৯২ হাজার ১৭৫ জন। এখন পর্যন্ত কোয়ারেন্টাইন করা হয়েছে ৫ লাখ ৩৫ হাজার ৯১ জনকে। বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন ৪২ হাজার ৯১৬ জন। ২ অক্টোবর পর্যন্ত মোট মৃত্যুর শতকরা হারে দেখা গেছে, শূন্য থেকে ১০ বছরের মধ্যে ২৪ জন, যা শূন্য ৪৫ শতাংশ। ১১ থেকে ২০ বছরের মধ্যে ৪২ জন, যা শূন্য দশমিক ৭৯ শতাংশ। ২১ থেকে ৩০ বছরের মধ্যে ১২০ জন, যা দুই দশমিক ২৬ শতাংশ। ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ৩০০ জন, যা ৫ দশমিক ৬৬ শতাংশ। ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৬৮০ জন, যা ১২ দশমিক ৮২ শতাংশ। ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১৪২৫ জন, যা ২৬ দশমিক ৮৬ শতাংশ এবং ৬০ বছরের বেশি বয়সী মারা গেছেন ২৭১৪ জন; যা ৫১ দশমিক ১৬ শতাংশ। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২ অক্টোবর পর্যন্ত করোনায় মোট মৃতের মধ্যে ঢাকা বিভাগে ২৬৬৩ জন, যা মোট মৃতের ৫০ দশমিক ২০ শতাংশ, চট্টগ্রাম বিভাগে ১০৮৪ জন, যা মোট মৃতের ২০ দশমিক ৪৩ শতাংশ, রাজশাহী বিভাগে ৩৫৩ জন, যা মোট মৃতের ৬ দশমিক ৬৫ শতাংশ, খুলনা বিভাগে ৪৩৬ জন, যা মোট মৃতের ৮ দশমিক ২২ শতাংশ, বরিশাল বিভাগে ১৮৮ জন, যা মোট মৃতের ৩ দশমিক ৫৪ শতাংশ, সিলেট বিভাগে ২৩১ জন, যা মোট মৃতের ৪ দশমিক ৩৫ জন, রংপুর বিভাগে ২৩৯ জন, যা মোট মৃতের ৪ দশমিক ৫১ শতাংশ এবং ময়মনসিংহ বিভাগে ১১১ জন, যা মোট মৃতের ২ দশমিক শূন্য ৯ শতাংশ। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সারাদেশে করোনা রোগীদের জন্য সাধারণ শয্যা সংখ্যা ১১ হাজার ৬৮৭টি, সাধারণ শয্যায় ভর্তি রোগীর সংখ্যা ২৬৩৬ জন এবং খালি রয়েছে ৯০৫১টি শয্যা। দেশে মোট আইসিইউ শয্যা রয়েছে ৫৬৪টি, ভর্তিকৃত রোগী ২৯৪ জন এবং খালি রয়েছে ২৭০টি আইসিইউ শয্যা। দেশে মোট অক্সিজেন সিলিন্ডার রয়েছে ১২ হাজার ৯৮৭টি, হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা রয়েছে ৫৩৯টি এবং অক্সিজেন কনসেনট্রেটর রয়েছে ৩৪৪টি। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৭২২ জন, চট্টগ্রামে ১৮০ জন, রাজশাহীতে ৯৩ জন, খুলনায় ৪২৭ জন, রংপুরে ৪৬ জন, সিলেটে ৪১ জন, বরিশালে ২৪ জন এবং ময়মনসিংহ বিভাগে ১৬ জন করোনা রোগী সুস্থ হয়েছেন। আর গত ২৪ ঘণ্টায় স্বাস্থ্য অধিদফতরের হটলাইন নম্বরসমূহের মধ্যে স্বাস্থ্য বাতায়নের নম্বরে ৬৪৫৯টি, ৩৩৩ নম্বরে ৩৮৯৩৮টি এবং আইইডিসিআর’র নম্বরে ১৭৮টি কল এসেছে। গত ২৪ ঘণ্টায় দেশের আন্তর্জাতিক বিমানবন্দরসমূহে ৩৩৮৬ জন, স্থলবন্দর সমূহে ৪৮০ জন এবং সমুদ্রবন্দর সমূহে ২২১ জনকে স্ক্রিনিং করা হয়েছে।
×