ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

একদিনে করোনা আক্রান্ত ও মৃত্যুর বিশ্ব রেকর্ড

প্রকাশিত: ২২:১০, ৩ অক্টোবর ২০২০

একদিনে করোনা আক্রান্ত ও মৃত্যুর বিশ্ব রেকর্ড

জনকণ্ঠ ডেস্ক ॥ অক্সফোর্ড ভ্যাকসিনের পর্যালোচনা শুরু হচ্ছে ইউরোপে। আর বিজ্ঞানীরা আশঙ্কা প্রকাশ করেছেন, কার্যকর ভ্যাকসিন পেলেও শীঘ্রই জীবন স্বাভাবিক হচ্ছে না। বুরকিনা ফাসোয় ছয় মাস পর খুলে দেয়া হয়েছে স্কুল। সারাবিশ্বে শুক্রবার পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন তিন কোটি ৪৬ লাখ ৯৩ হাজার ৪৭০ জন। মারা গেছেন দশ লাখ ৩০ হাজার ৫০৯ জন। সুস্থ হয়েছেন দুই কোটি ৫৭ লাখ ৮২ হাজার ৫৬১ জন। এখনও চিকিৎসাধীন আছেন ৭৮ লাখ তিন হাজার ২০৮ জন। যাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় আছেন ৬৬ হাজার ৯২ জন। গত ২৪ ঘণ্টায় বিশ্বের তিন লাখ ১৯ হাজার ৬৫৭ জন সংক্রমিত হয়েছেন। একদিনে এই সংখ্যা বিশ্ব রেকর্ড করেছে। এছাড়া একইদিন মারা গেছেন আট হাজার ৯৩৪ জন। মৃত্যুর সংখ্যায়ও বিশ্ব রেকর্ড হয়েছে। খবর দ্য ওয়াল, বিবিসি, রয়টার্স, সিএনএন, আলজাজিরা, ব্লুমবার্গ ও ওয়ার্ল্ডোমিটার। বিশ্বে সর্বাধিক আক্রান্তের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ভারতে করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা এক লাখ ছুঁতে যাচ্ছে। ভারতীয় কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, দেশটিতে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৯ হাজার ৭৭৩ জনে এবং মোট আক্রান্তের সংখ্যা ৬৩ লাখ ৯৪ হাজার ৬৮ জন। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ৫৩ লাখ ৫২ হাজার ৭৮ জন এবং এখন করোনা রোগীর সংখ্যা ৯ লাখ ৪২ হাজার ২১৭ জন। নতুন করে সংক্রমিত হয়েছেন ৮১ হাজার ৪৮৪ জন। সংক্রমণে মৃত্যু হয়েছে এক হাজার ৯৫ জনের। এই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৭৮ হাজার ৮৭৭ জন। ভারতে এখন সুস্থতার হার ৮৩ দশমিক ৭০ শতাংশ। আর মৃত্যুর হার ১ দশমিক ৫৬ শতাংশ। অক্সফোর্ড ভ্যাকসিনের পর্যালোচনা শুরু ॥ ইউরোপীয় ওষুধ নিয়ন্ত্রক সংস্থা অক্সফোর্ড ইউনিভার্সিটি ও ফার্মা জায়ান্ট এ্যাস্ট্রাজেনেকার করোনার সম্ভাব্য ভ্যাকসিনের দ্রুত পর্যালোচনা শুরু করতে যাচ্ছে। এতে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে, অঞ্চলটিতে প্রথম অনুমোদন পাওয়া ভ্যাকসিন হতে পারে এটি। ইউরোপীয় ওষুধ সংস্থা (ইএমএ) ঘোষণা দিয়েছে, তারা ‘রোলিং রিভিউ’ শুরু করতে যাচ্ছে। এমন পদক্ষেপ সাধারণত স্বাস্থ্যজনিত জরুরী পরিস্থিতিতে গ্রহণ করা হয়। এর মধ্য দিয়ে কোন ভ্যাকসিন বা ওষুধ উদ্ভাবনের প্রক্রিয়ায় থাকলেও ক্লিনিক্যাল ট্রায়ালের তথ্য পর্যালোচনা করে থাকে নিয়ন্ত্রক সংস্থা। এর ফলে অনুমোদন প্রক্রিয়া দ্রুততর হয়। বিজ্ঞানীদের হুঁশিয়ারি ॥ মহামারী করোনা সংক্রমিত রোগ কোভিড-১৯ প্রতিরোধ সক্ষম ভ্যাকসিন আসলেও আগামী বসন্তে মানুষের জীবনযাপন স্বাভাবিক হবে না বলে সতর্ক করেছেন একদল বিজ্ঞানী। অথচ এই ভ্যাকসিনকেই সবচেয়ে কাক্সিক্ষত বস্তু হিসেবে দেখা হয়, যা মহামারীকে নির্মূল করবে। ব্রিটিশ রয়্যাল সোসাইটির মাধ্যমে সম্মিলিতভাবে একদল বিজ্ঞানী ও গবেষকরা এক প্রতিবেদনে বলছেন, ভ্যাকসিন কতটুকু কি করতে পারে এবং কবে নাগাদ; এ সম্পর্কে বাস্তববাদী হওয়া প্রয়োজন আমাদের। বুরকিনা ফাসোয় খুলল স্কুল ॥ পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোয় খুলেছে স্কুল ও কলেজ। করোনা মহামারীর কারণে টানা ছয় মাস বন্ধ থাকার পর নতুন করে করোনার সংক্রমণ না থাকায় এ সিদ্ধান্ত নিয়েছে দেশটি।
×