ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

তাকসিমই ঢাকা ওয়াসায় এমডি

প্রকাশিত: ০০:৪৮, ২ অক্টোবর ২০২০

তাকসিমই ঢাকা ওয়াসায় এমডি

স্টাফ রিপোর্টার ॥ অবশেষে তাকসিম এ খানকেই ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে পুনর্নিয়োগ করা হয়েছে। ব্যাপক জল্পনা-কল্পনা ও আলোচনা-সমালোচনার মধ্যে বৃহস্পতিবার ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক পদে তাকসিম এ খানের মেয়াদ আরও তিন বছর বাড়িয়ে দিয়েছে সরকার। তাকে আরও তিন বছর ওই পদে রাখার প্রস্তাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুমোদন করেছেন বলে স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব (পানি সরবরাহ অনুবিভাগ) মুহম্মদ ইবরাহিম সাংবাদিকদের জানিয়েছেন। মুহম্মদ ইবরাহিম বলেন, তাকসিম এ খানের এমডি পদে আরও তিন বছর মেয়াদ বাড়ানোর বিষয়টি আমরা ওয়াসাকে জানিয়ে দিয়েছি। এখন ওয়াসা বোর্ড তার সঙ্গে চুক্তি করতে পারবে। তিনি জানান, একই দিন চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালককে পদে এ কে এম ফজলুল হককেও তিন বছরের জন্য পুনর্নিয়োগের অনুমোদন দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। ঢাকা ওয়াসা বোর্ডের ১০ সদস্যের উপস্থিতিতে সম্প্রতি এক বিশেষ ভার্চুয়াল সভায় তাকসিমকে ব্যবস্থাপনা পরিচালক রাখার প্রস্তাব করে লিখিতভাবে তা স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠানো হয়। এরপর থেকে তা নিয়ে শুরু হয় ব্যাপক সমালোচনা। প্রকৌশলী তাকসিমকে পুনর্নিয়োগের প্রস্তাবের বৈধতা চ্যালেঞ্জ করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বাসিন্দা খন্দকার মঞ্জুর মোরশেদ হাইকোর্টে রিট আবেদন করেন। ২০০৯ সালে তাকসিম এ খানকে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগ দেয় স্থানীয় সরকার মন্ত্রণালয়। পরে তার মেয়াদ বাড়ানো হয় পাঁচ দফা। পঞ্চম দফায় পাওয়া নিয়োগের মেয়াদ আগামী ১৪ অক্টোবর শেষ হওয়ার কথা ছিল।
×