ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

গর্ব করার মতো কাজ করছে পুলিশ ॥ স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ০০:১৪, ২ অক্টোবর ২০২০

গর্ব করার মতো কাজ করছে পুলিশ ॥ স্বরাষ্ট্রমন্ত্রী

জনকণ্ঠ ডেস্ক ॥ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বর্তমানে আমাদের পুলিশ বাহিনী গর্ব করার মতো কাজ করছে। আমরা এখন তাদের নাগরিক সেবার প্রত্যয় দেখে গর্ববোধ করি। বিশেষ করে জঙ্গীবাদ দমন থেকে শুরু করে করোনা পরিস্থিতি মোকাবেলায় পুলিশের অগ্রণী ভূমিকা আমাদেরকে মনে করিয়ে দেয়, বঙ্গবন্ধুর সেই ‘জনতার পুলিশের’ কথা। খবর বাসসর। বৃহস্পতিবার পুলিশ হেডকোয়ার্টার্সে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। আইজিপি ড. বেনজীর আহমেদের সভাপতিত্ব অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তফা কামাল উদ্দীন, অতিরিক্ত সচিব ড. মোঃ হারুন-অর-রশিদ বিশ্বাসসহ পুলিশের এডিশনাল আইজিপি এবং বিভিন্ন পর্যায়ের উর্ধতন কর্মকর্তারা। সভায় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মানুষ যখনই কোন দুর্যোগ বা কোন অসহায় অবস্থায় পড়েছে, তখনই পাশে দাঁড়িয়েছে পুলিশ। কোভিড-১৯ মহামারী মোকাবেলায় পুলিশ সদস্যদের ভূমিকার কথা স্মরণ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, এই বাহিনী বদলে গেছে। বিশেষ করে দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পর তা মোকাবেলায় সামনের সারিতে থেকে যে লড়াই পুলিশ সদস্যরা চালাচ্ছে, তার প্রশংসা করছেন অনেকেই। পুলিশ সদর দফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পুলিশের নাগরিক সেবার প্রত্যয় দেখে স্বরাষ্ট্রমন্ত্রী অনুষ্ঠানে বক্তব্যে গর্ববোধ করার কথা জানিয়েছেন।
×