ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

অস্ট্রিয়ার রাষ্ট্রপতির কাছে রাষ্ট্রদূতের পরিচয়পত্র হস্তান্তর

প্রকাশিত: ০০:১৩, ২ অক্টোবর ২০২০

অস্ট্রিয়ার রাষ্ট্রপতির কাছে রাষ্ট্রদূতের পরিচয়পত্র হস্তান্তর

জনকণ্ঠ ডেস্ক ॥ অস্ট্রিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মাদ আবদুল মুহিত অস্ট্রিয়ার ফেডারেল রাষ্ট্রপতি আলেকজান্ডার ভ্যান ডার বেলেনের কাছে তার পরিচয়পত্র হস্তান্তর করেছেন। ভিয়েনায় বাংলাদেশ স্থায়ী মিশনের সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার জানানো হয় ভিয়েনার হফর্বাগ প্যালেসে তিনি এ পরিচয়পত্র পেশ করেন। খবর বাসসর। রাষ্ট্রদূতের সঙ্গে অনুষ্ঠানে ভিয়েনায় বাংলাদেশ দূতাবাসের উপ-প্রধান রাহাত বিন জামান উপস্থিত ছিলেন। পরিচয়পত্র হস্তান্তর অনুষ্ঠানের পরে রাষ্ট্রদূত মোহাম্মাদ আবদুল মুহিত অস্ট্রিয়ার রাষ্ট্রপতির সঙ্গে একটি সংক্ষিপ্ত বৈঠকে মিলিত হন। অস্ট্রিয়ার রাষ্ট্রপতি ২০১৭ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অস্ট্রিয়া সফরকালে তাঁর সঙ্গে বৈঠকের কথা স্মরণ করেন। তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর প্রতি তাঁর উষ্ণ শুভেচ্ছা জানান। বৈঠকে তারা দ্বিপাক্ষিক সম্পর্ক ও স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা করেন। অস্ট্রিয়ার রাষ্ট্রপতি আগামী দিনগুলোতে বাংলাদেশ ও অস্ট্রিয়ার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন। রাষ্ট্রদূত বাংলাদেশের প্রধানমন্ত্রীর গৃহীত ‘রূপকল্প-২০২১’ ও ‘রূপকল্প-২০৪১’, ২০২৪ সালের মধ্যে স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ, জলবায়ু পরিবর্তন ও করোনার প্রভাব মোকাবেলা করে ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশের প্রচেষ্টার কথা অস্ট্রিয়ার রাষ্ট্রপতিকে অবহিত করেন।
×