ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘পূর্ণগ্রাসের কাল’

প্রকাশিত: ০০:০২, ২ অক্টোবর ২০২০

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘পূর্ণগ্রাসের কাল’

স্টাফ রিপোর্টার ॥ উগ্রপন্থী ও মৌলবাদের দৃশ্যপট ও পরিণতির চিত্র তুলে ধরে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেছেন তরুণ নির্মাতা জায়েদ সিদ্দিকী। ‘পূর্ণগ্রাসের কাল’ নামের এ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে একজন প্রগতিশীল লেখক ও চিত্রশিল্পীর ভূমিকায় অভিনয় করেছেন জয়ন্ত চট্টোপাধ্যায়। চলচ্চিত্রটির ওয়ার্ল্ড ডিজিটাল প্রিমিয়ার হচ্ছে ওটিটি প্লাটফর্ম লাগভেলকিতে। নির্মাতা জায়েদ সিদ্দিকী বলেন, এই চরিত্রের সংবেদনশীলতা এতটাই বাস্তব সম্মত যেন এটি মৌলবাদের বিরুদ্ধে বার্তা বহন করে। তরুণদের জন্য এই চলচ্চিত্রটি নিঃসন্দেহে অর্থবহ এবং মৌলিক প্রেক্ষাপটে নির্মিত। নির্মাতা জানান, ছবিটি এখন পর্যন্ত ৬ দেশে ১৫টি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে এবং পিস চলচ্চিত্র উৎসব ২০১৯ এ জুরি পুরস্কারসহ মোট ৩টি পুরস্কার অর্জন করেছে। এছাড়া ছবিটি কানাডার উনিপিগ শহরে উনিপিগ রোটারি ক্লাব ও কনফ্লিক্ত এন্ড রেসিলিয়ান্স রিসার্চ ইনস্টিটিউট কানাডার যৌথ উদ্যোগে রোটারি পিস ইভেন্ট ২০২০- এ প্রদর্শিত হয়েছে সেপ্টেম্বরে।
×