ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ভোট মিস করতে চাই না

প্রকাশিত: ২৩:৫৯, ২ অক্টোবর ২০২০

ভোট মিস করতে চাই না

এবারের মার্কিন নির্বাচনে মহাকাশ থেকেই ভোট দেয়ার পরিকল্পনা করেছেন মার্কিন নভোচারী কেট রুবিনস। নির্বাচনের সময় মহাকাশে অবস্থানের কারণে এ সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনেও মহাকাশ থেকে ভোট দিয়েছিলেন নভোচারী এ মার্কিন নভোচারী। টেক্সাসের আইন মেনেই ভোট দেয়ার সিদ্ধান্ত তার। কেট রুবিনস বলেন, আমি ভোট মিস করতে চাই না। আমার মনে হয়, ভোট দেয়া প্রত্যেকের জন্য জরুরী। আমি বিশ্বাস করি, আমরা যদি মহাকাশ থেকে ভোট দিতে পারি তাহলে, পৃথিবীতে থেকেও সবার ভোট দেয়া সম্ভব। মহাকাশে মিশন কন্ট্রোল ব্যালট পেপারের মাধ্যমে নভোচারীরা ভোট দিতে পারবেন। -সিএনএন
×