ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ইতালিতে সংক্রমণ বেড়েছে

প্রকাশিত: ২৩:৫৪, ২ অক্টোবর ২০২০

ইতালিতে সংক্রমণ বেড়েছে

ইতালিতে করোনা সংক্রমণ হঠাৎ বেড়ে গেছে। সেদেশে বর্তমানে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিক্ষার্থীরা। ১৪ সেপ্টেম্বর স্কুল খুলে দেয়ার পর আক্রান্ত বাড়ায় শতাধিক স্কুল বন্ধ করে দিয়েছে সরকার। বুধবার ওয়াল্ডোমিটারের সর্বশেষ হিসাবে বলা হয়, ইতালির লোম্বার্দি, এমিলিয়া, রোমানিয়া, তোসকানা, লাৎসিও এবং পিএমন্তে শহরে আক্রান্তের হার তুলনামূলক বেশি। একই দিন মোট ১৮৫১ জনের করোনা ধরা পড়ে। মারা যায় ১৯ জন। আক্রান্তদের মধ্যে ৭৬ শতাংশই শিক্ষার্থী। খবর এএফপি, আলজাজিরা ও এপির। স্কুলে করোনা সংক্রমণ বাড়ার খবরে ইতালি প্রবাসী বাংলাদেশী অভিভাবকরাও শঙ্কায় রয়েছেন। এরই মধ্যে আগামী ২২ অক্টোবর ইতালিতে ৩২ হাজার স্কুলে শিক্ষক নিয়োগ পরীক্ষা নিয়ে বর্তমান কোয়ালিশন সরকারের মধ্যে দ্বিধা বিভক্তি দেখা দিয়েছে। আবেদন জমা পড়েছে ৬৪ হাজারেরও বেশি। দেশটির ফাইভ স্টার মুভমেন্ট দলের নেতা ও শিক্ষামন্ত্রী বলেছেন, শিক্ষক নিয়োগ পরীক্ষা অবশ্যই হতে হবে। তবে, সরকারের অংশীদার ডেমোক্র্যাটিক পার্টি এই পরীক্ষা পেছানোর দাবি তুলেছে। ইতালিতে ৮ হাজার স্কুল রয়েছে। এসব স্কুলে ৮৪ লাখ শিক্ষার্থী পড়াশোনা করছে। এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইউরোপ বিষয়ক আঞ্চলিক পরিচালক হ্যান্স ক্লুগ করোনাভাইরাসের মৌসুমি সংক্রমণ ব্যাধিতে পরিণত হওয়ার বিষয়টি নাকচ করে দেননি। এক সাক্ষাতকারে তিনি করোনাভাইরাসকে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস গ্রুপের সমগোত্রীয় হিসেবে উল্লেখ করে বলেন, সে হিসেবে এটি মৌসুমি সংক্রমণ ব্যাধিতে পরিণত হতে পারে। তিনি আরও বলেন, একজন আশাবাদী হিসেবে আমার নীতি হলো আমি সবচেয়ে ভালটাই আশা করি। কিন্তু সবচেয়ে খারাপটার জন্যও প্রস্তুত থাকি। গত বছরের ডিসেম্বরে চীনা কর্মকর্তারা বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে উহান শহরে ছড়িয়ে পড়া এক অজানা নিউমোনিয়ার কথা জানায়। এরপর সংস্থার দেয়া কোভিড-১৯ নামে রোগটি বিশ্বের আনাচে কানাচে ছড়িয়ে পড়ে। চলতি বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে মহামারী ঘোষণা করে। সর্বশেষ হিসেব অনুযায়ী, বিশ্বে এ পর্যন্ত ৩ কোটি ৪১ লাখ লোক করোনায় আক্রান্ত এবং ১০ লাখ লোক মারা গেছে। চীন ন্যায্য ও যৌক্তিক দামে বিশ্বে কোভিড-১৯ এর টিকা সরবরাহ করার ঘোষণা দিয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বুধবার এ কথা জানান। নিয়মিত প্রেস ব্রিফিংয়ে মুখপাত্র ওয়াং ওয়েনবিন বলেন, বিশ্বের বিভিন্ন দেশে টিকা উৎপাদনের কাজ চলছে। কে কি রকম দাম ধরবে তা অনিশ্চিত। কিন্তু চীনের ক্ষেত্রে বিষয়টি স্পষ্ট। আমরা ন্যায্য ও যৌক্তিক দামে বিশ্বে কোভিড-১৯ এর টিকা সরবরাহ করব। ইউরোপ ও আমেরিকার তুলনায় চীন টিকার মূল্য বেশি রাখবে এমন খবরের প্রেক্ষাপটে ওয়াং এ মন্তব্য করেন। এ খবরকে ভিত্তিহীন উল্লেখ করে তিনি বলেন, চীন ইতোমধ্যে উন্নয়নশীল দেশগুলোকে সুলভ মূল্যে টিকা দেয়ার অঙ্গীকার করেছে। আমার এ প্রতিশ্রুতি রক্ষা করব। মার্কিন বায়োটেক কোম্পানি মডার্না দেশটির প্রেসিডেন্ট নির্বাচনের আগে বাজারে কোভিড-১৯ এর টিকা আনতে পারছে না। বুধবার ফিনান্সিয়াল টাইমসকে এমনটাই জানালেন মডার্নার সিইও। তিনি বলেছেন, আগামী ২৫ নবেম্বরের আগে মডার্না টিকার জরুরী ব্যবহারের অনুমোদন চাইবে না। আগামী ৩ নবেম্বর দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আশা করেছিলেন নির্বাচনের আগে টিকা প্রস্তুত হলে তিনি তার নির্বাচনী প্রচার চাঙ্গা করতে পারবেন। তাই মডার্নার খবরটি নিঃসন্দেহে ট্রাম্পের জন্য বড় ধরনের একটি আঘাত। স্টিফেন বানচেল বলেন, ২৫ নবেম্বরের মধ্যে আমরা যথেষ্ট পরিমাণে সুরক্ষা তথ্য হাতে পাব। এর ভিত্তিতে এফডিএ (ফুড এ্যান্ড ড্রাগ এডমিনিস্ট্রেশন) এর কাছে আমরা অনুমোদন চাইতে সক্ষম হব।
×