ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পাওনা টাকা আদায়ে বিসিবির দ্বারস্থ রুমানা

প্রকাশিত: ২৩:৪৩, ২ অক্টোবর ২০২০

পাওনা টাকা আদায়ে বিসিবির দ্বারস্থ রুমানা

স্পোর্টস রিপোর্টার ॥ ঘটনাটি গত মে মাসের। পাওনা টাকা চেয়েছিলেন জাতীয় মহিলা ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক ও অলরাউন্ডার রুমানা আহমেদ। শেখ রাসেল স্পোর্টস ডেভেলপমেন্ট একাডেমির হয়ে গত বছর ঢাকা মহিলা প্রিমিয়ার লীগ খেলে অর্ধেক পারিশ্রমিকও পাননি রুমানা। এ বছর টি২০ বিশ্বকাপ শেষে দেশে ফিরেই তিনি ক্লাবটির ক্রিকেট ম্যানেজার জাকির হোসেনকে ফোন করে গালিগালাজ শুনতে হয়েছিল। পরবর্তীতে রমজান শেষে টাকা বুঝিয়ে দেয়ার কথা থাকলেও কোন ব্যবস্থা নেননি জাকির। করোনাভাইরাসের জন্য এতদিন অভিযোগ না করলেও অবশেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে সুরাহা চেয়ে অভিযোগ করেছেন রুমানা। গত ২৫ সেপ্টেম্বর বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিজামউদ্দিন চৌধুরীকে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়ে রুমানা তুলে ধরেছেন ঘটনার আদ্যোপান্ত। ম্যানেজার জাকিরের সঙ্গে কথোপকথনের অডিও রেকর্ডিং প্রমাণ হিসেবে মেইলে যুক্ত করেছেন এ ক্রিকেটার। ক্রীড়াঙ্গনেই থাকবেন না মিকু! স্পোর্টস রিপোর্টার ॥ ‘গত ৫০ বছর ধরে ক্রীড়াঙ্গনের সঙ্গে জড়িত আমি। নিজের জীবন-যৌবনের সবটুকু ঢেলে দিয়েছি এখানে। ফুটবল হচ্ছে আমজনতার ও তৃণমূলের খেলা। ক্রীড়ার কেন্দ্রবিন্দু ফুটবল। সেই বাফুফের নির্বাচনে তৃণমূল সংগঠকদের প্যানেল হেরে গেলে আমি সংগঠন জীবনের ইতি টানব। ক্রীড়াঙ্গনেই আর থাকব না।’ কথাগুলো যার তিনি বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদের মহাসচিব ক্রীড়া সংগঠক ও ‘ফোরাম নেতা’ খ্যাত আশিকুর রহমান মিকু।
×