ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মাহবুবে আলম ছিলেন মুক্তিযুদ্ধের পক্ষ শক্তির বলিষ্ঠ কণ্ঠস্বর ॥ প্রধান বিচারপতি

প্রকাশিত: ২৩:৪৩, ২ অক্টোবর ২০২০

মাহবুবে আলম ছিলেন মুক্তিযুদ্ধের পক্ষ শক্তির বলিষ্ঠ কণ্ঠস্বর ॥ প্রধান বিচারপতি

স্টাফ রিপোর্টার ॥ প্রয়াত এ্যাটর্নি জেনারেল এ্যাডভোকেট মাহবুবে আলম মুক্তিযুদ্ধের পক্ষ শক্তির বলিষ্ঠ কণ্ঠস্বর ছিলেন বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। বৃহস্পতিবার সন্ধ্যায় বেইলি রোডের মিনিস্টার্স এ্যাপার্টমেন্টে এ্যাটর্নি জেনারেলের সরকারী বাসভবনে আয়োজিত কুলখানিতে তিনি এ কথা বলেন। প্রধান বিচারপতি বলেন, প্রয়াত এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ছিলেন মুক্তিযুদ্ধের স্বপক্ষ শক্তির বলিষ্ঠ কণ্ঠস্বর। তার মৃত্যু অনেক কষ্টের। তার মৃত্যু আইন ও বিচারাঙ্গনের জন্য অপূরণীয় ক্ষতি। আইনমন্ত্রী আনিসুল হক বলেন, মাহবুবে আলমের নম্রতা, ভদ্রতা ছিল সকলের জন্য অনুকরণীয়। কখনও তিনি মেজাজ খারাপ করেননি। কুলখানিতে আরও বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম, ঢাকা দক্ষিণের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী। এ সময় আপীল বিভাগের বিচারপতি মোঃ নূরুজ্জামান ও বিচারপতি ওবায়দুল হাসান, হাইকোর্ট বিভাগের বিচারপতি মোঃ মঈনুল ইসলাম চৌধুরী, বিচারপতি এম. ইনায়েতুর রহিম, বিচারপতি মোঃ আবু জাফর সিদ্দিকী, বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম, বিচারপতি শেখ হাসান আরিফ, সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট এ এম আমিন উদ্দিন, সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল প্রমুখ উপস্থিত ছিলেন।
×