ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

যুক্তরাষ্ট্রে যাচ্ছেন সাকিব

প্রকাশিত: ২৩:৪৩, ২ অক্টোবর ২০২০

যুক্তরাষ্ট্রে যাচ্ছেন সাকিব

স্পোর্টস রিপোর্টার ॥ শ্রীলঙ্কা সফর স্থগিত হয়ে গেছে। সামনে এ বছর আর নেই কোন আন্তর্জাতিক ক্রিকেটের সূচী। ক্রিকেট থেকে নিষেধাজ্ঞাও ২৮ অক্টোবর শেষ হচ্ছে। আর তাই যুক্তরাষ্ট্রে যাচ্ছেন বাংলাদেশ অলরাউন্ডার সাকিব আল হাসান। শ্রীলঙ্কা সফরের উদ্দেশে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছিলেন সাকিব। করোনাকালে পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে লম্বা সময় ধরে ছিলেন সাকিব। এরপর গত মাসের ২ তারিখে দেশে ফিরেন। ফিরে পরদিন করোনা টেস্ট করান। ফল নেগেটিভ আসার পরই চলে যান বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপিতে)। কোচ নাজমুল আবেদীন ফাহিম ও মোহাম্মদ সালাহউদ্দিনের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছিলেন। লঙ্কা সফরকে সামনে রেখেই নিবিড় অনুশীলন চলতে থাকে। কিন্তু শ্রীলঙ্কা সফর স্থগিত হয়ে যায়। নিকট ভবিষ্যতে টাইগারদের আন্তর্জাতিক কোন সিরিজ না থাকায় যুক্তরাষ্ট্রে স্ত্রী, সন্তানদের কাছে ফিরে যাওয়াকেই ঠিক মনে করেছেন সাকিব। গতকাল রাত পৌনে ৪টায় যুক্তরাষ্ট্রে চলে যাওয়ার কথা সাকিবের। সামনে আন্তর্জাতিক ক্রিকেট না থাকায় সাকিবের ক্রিকেটে প্রত্যাবর্তনটা হবে ঘরোয়া ক্রিকেট দিয়েই। তবে সেটি কবে হবে তা নিশ্চিত নয়। হয়তো বিসিবির তত্ত্বাবধানে যে কর্পোরেট ক্রিকেট লীগ আয়োজনের চিন্তা চলছে সেখানে খেলতে পারেন সাকিব। সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেনের নাম উঠে আসে এলপিএলের প্লেয়ার ড্রাফটে। কিন্তু তাদের খেলার অনুমতি দেবে না বিসিবি। এ নিয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ‘সাকিব তো ডিউ ডেটের আগে খেলতে পারবে না। ২৯ অক্টোবরের আগে না। অন্যদেরও কোন সম্ভাবনা দেখি না। আমাদের তো লীগ শুরু হয়ে যাবে।’
×