ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রূপপুর প্রকল্পে দুর্নীতি

জামিন বিষয়ে আদেশ রবিবার

প্রকাশিত: ২৩:২৯, ২ অক্টোবর ২০২০

জামিন বিষয়ে আদেশ রবিবার

স্টাফ রিপোর্টার ॥ পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুত প্রকল্পের একটি ভবনের জন্য অস্বাভাবিক দামে আসবাব ও অন্য সামগ্রী ক্রয় সংক্রান্ত দুর্নীতির এক মামলায় ঠিকাদারি প্রতিষ্ঠান মজিদ সন্স কনস্ট্রাকশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আসিফ হোসেনের জামিন বিষয়ে রবিবার আদেশ প্রদান করবে আপীল বিভাগ। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপীল বেঞ্চ এ দিন ধার্য করেন। আদালতে দুদকের পক্ষে ছিলেন আইনজীবী মোঃ খুরশীদ আলম খান। তিনি জানান, পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুত প্রকল্পের একটি ভবনের জন্য অস্বাভাবিক দামে আসবাব ও অন্য সামগ্রী ক্রয় সংক্রান্ত দুর্নীতির এক মামলায় ঠিকাদারি প্রতিষ্ঠান মজিদ সন্স কনস্ট্রাকশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আসিফ হোসেনকে শর্তসাপেক্ষে ২৯ জুন জামিন দিয়েছিল হাইকোর্ট। এ আদেশ স্থগিত চেয়ে দুদক আবেদন করেছিল। ১ জুলাই আপীল বিভাগের চেম্বার আদালত হাইকোর্টের আদেশ স্থগিত করেছিল। এ বিষয়ে বৃহস্পতিবার আপীল বিভাগে শুনানি হয়েছে। আদালত আদেশের জন্য রবিবার দিন ধার্য করেছে।
×