ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

চলতি মাসের শেষ দিন হবে ব্লু মুন

প্রকাশিত: ২৩:২৮, ২ অক্টোবর ২০২০

চলতি মাসের শেষ দিন হবে ব্লু মুন

স্টাফ রিপোর্টার ॥ আবর্তনের হিসাব অনুযায়ী প্রতিবছর চাঁদে ১২ দফা পূর্ণিমা হয়ে থাকে। কিন্তু এ বছর হচ্ছে ব্যতিক্রম। এবার হবে ১৩ পূর্ণিমা। এরমধ্যে এই অক্টোবরেই হবে দুবার। এর মধ্যে আজ শুক্রবার যে পূর্ণিমা হবে তাকে বিজ্ঞানীরা হার্ভেস্ট মুন হিসেবে অভিহিত করেছেন। একইসঙ্গে চলতি মাসের শেষে দিন বিশেষ করে ৩১ অক্টোবর চাঁদের আরও একটি পূর্ণিমা হবে; যাকে তারা নাম দিয়েছেন ব্লু মুন। বাংলাদেশ এ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির সাধারণ সম্পাদক এফ আর সরকার বলেন, সাধারণত প্রতিমাসে চাঁদে একটি করে পূর্ণিমা হয়ে থাকে। কিন্তু কোন কোন বছর এর ব্যতিক্রম হয়। যে মাসে দুবার পূর্ণিমা হয় সেটিকেই সাধারণত ব্লু মুন বলা হয়। এ বছর এই অক্টোবরের দুবার পূর্ণিমা হবে। এর মধ্যে আজ রাতে যে পূর্ণিমা হবে তাকে হার্ভেস্ট মুন বলা হয়। গত ২৩ সেপ্টেম্বর সূর্য নিরক্ষরেখা থেকে দক্ষিণ দিকে যাত্রা শুরু করে। এই দক্ষিণে যাত্রা শুরুর পর চাঁদের যে পূর্ণিমা হয়ে থাকে তাকে সাধারণত হার্ভেস্ট মুন বলা হয়। যে কারণে আজ শুক্রবার যে পূর্ণিমা হবে তাকে হার্ভেস্ট মুন হিসেবে অভিহিত করা হয়। তিনি আরও বলেন, আগামী ৩১ অক্টোবর এই মাসে আবারও পূর্নিমা হবে। কোন মাসে যদি দুবার পূর্ণিমা হয়ে থাকে তবে সেই মাসের শেষ দিনের পূর্ণিমাকে ব্ল-মুন হিসেবে উল্লেখ করা হয়। যেটি আগামী ৩১ অক্টোবর হবে। জ্যোর্তির বিজ্ঞানীরা জানান, সূর্য নিজ কক্ষপথে আবর্তিত হওয়ার সময়কালীন ২১ মার্চ ও ২৩ সেপ্টেম্বর নিরক্ষ রেখার ওপর অবস্থান করায় পৃথিবীর সর্বত্র দিন ও রাত্রি সমান (অর্থাৎ ১২ ঘণ্টা দিন ও ১২ ঘণ্টা রাত্রি) হয়। এরপর থেকে সূর্যের দক্ষিণায়ন শুরু হয়। ফলে উত্তর গোলার্ধে রাত বাড়তে থাকে। আর দিন ছোট হতে থাকে। এছাড়া গরমকাল পেরিয়ে শীতের দিকে ধাবিত হয় উত্তর গোলার্ধে। অপরদিকে একই সঙ্গে দক্ষিণায়নের কারণে দক্ষিণ গোলার্ধে এই সময় দিন বড় হতে থাকে। রাতের পরিমাণ কমতে থাকে। তারা জানান, চাঁদ পৃথিবী থেকে ২ লাখ ২১ হাজার মাইল থেকে ২ লাখ ৫২ হাজার মাইল দূরত্বে থেকে প্রদক্ষিণ করে থাকে। পৃথিবীর চারদিকে চাঁদের এই প্রদক্ষিণকালে চাঁদ কখনও পৃথিবীর সবচেয়ে কাছে চলে আসে। আবার কখনও দূরে চলে যায়। দূরে চলে গেলে রাতে চাঁদের আলোর উজ্জ্বলতা যেমন কমে যায়, তেমনি আকারেও অনেক ছোট দেখা যায়। আবার যখন একেবারে কাছে চলে আসে তখন চাঁদের উজ্জ্বলতা পরিমাণ বাড়ার সঙ্গে সঙ্গে আকারেও অনেক বড় দেখা যায়। চাদের এই আবর্তনকালে আজ আবার পৃথিবীর সবচেয়ে কাছে চলে আসছে।
×