ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

প্রবারণার ফানুসে বর্ণিল চট্টগ্রামের আকাশ

প্রকাশিত: ২৩:১৮, ২ অক্টোবর ২০২০

প্রবারণার ফানুসে বর্ণিল চট্টগ্রামের আকাশ

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ করোনাভাইরাসের কারণে সীমাবদ্ধতা থাকলেও আকাশে উড়েছে প্রবারণার ফানুস। তবে এবার সব কিছু করতে হয়েছে স্বাস্থ্যবিধি মেনে। চট্টগ্রামে বৌদ্ধ ধর্মাবলম্বীরা বরাবরের মত মেতে উঠে প্রবারণা পূর্ণিমার উৎসবে। আকাশে ছাড়া হয় শত শত ফানুস। বর্ণিল কাগজে তৈরি এসব ফানুসের আলোয় আলোকিত হয় সন্ধ্যার আকাশ। বৃহস্পতিবার নগরীর ডিসি হিল সংলগ্ন বৌদ্ধ বিহারে জড়ো হয় হাজারো বৌদ্ধ ধর্মাবলম্বী। সন্ধ্যার পর শুরু হয় ফানুস উড়ানো। করোনার কারণে এবারের প্রবারণা পূর্ণিমার উৎসবে ছিল কিছুটা ভিন্নতা। ফানুসের গায়ে লেখা হয় ‘কোভিড-১৯’ এবং নানা ধরনের শান্তির বাণী। ধর্ম বর্ণ নির্বিশেষে প্রচুর ভিড় হয় বৌদ্ধ ধর্মাবলম্বীদের এ উৎসব দেখতে। সিএমপির পক্ষ থেকে শৃঙ্খলা রক্ষায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়। নিরাপত্তা বাহিনীর বিপুলসংখ্যক সদস্য মোতায়েন করা হয় বিভিন্ন পয়েন্টে। বৌদ্ধ বিহার ঘিরে ছিল কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। মোমিন রোড থেকে লাভলেইন এবং এনায়েত বাজার পর্যন্ত সড়কগুলোতে যানবাহন চলাচল বন্ধ রাখা হয়। সন্ধ্যা থেকে রাত পর্যন্ত ছিল প্রবারণা উৎসব। উপস্থিত মানুষ মুগ্ধচিত্তে উপভোগ করেছে পূর্ণিমার আনন্দ। কোন ধরনের বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়নি। তবে ওই এলাকা ঘিরে আশপাশের সড়কে সৃষ্টি হয় যানজট। রাত ৮টার পর থেকেই পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে। প্রবারণা পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ মন্দিরে ছিল উৎসব আয়োজন। সেখানে অনুষ্ঠিত হয় প্রার্থনা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। তবে সব কিছুকে ছাপিয়ে যায় প্রদীপ প্রজ¦ালন ও ফানুস উড়ানো।
×