ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সুদের টাকা পরিশোধ না করায় গৃহবধূকে গাছে বেঁধে নির্যাতন

প্রকাশিত: ২৩:১৭, ২ অক্টোবর ২০২০

সুদের টাকা পরিশোধ না করায় গৃহবধূকে গাছে বেঁধে নির্যাতন

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ সুদের টাকা সময়মতো পরিশোধ না করায় জেলার উল্লাপাড়া উপজেলার সোমা রানী দাশ নামে হতদরিদ্র এক গৃহবধূকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের ঘটনা ঘটেছে। তবে পুলিশ সুদ ব্যবসায়ী দিপ্তী বেগমকে বুধবার রাতে গ্রেফতার করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ ঘটনার ভিডিও ভাইরাল হওয়ার পর পুলিশ নির্যাতিত নারীকে উদ্ধার করেছে। বুধবার বিকেলে উল্লাপাড়া পৌরসভার এনায়েতপুর আদর্শ গ্রামে এ ঘটনা ঘটে। নির্যাতিত গৃহবধূ সোমা রানী দাশ এনায়েতপুর আদর্শ গ্রামের সঞ্জীব দাসের স্ত্রী। সোমা রানী দাশ অভিযোগ করেন, একই গ্রামের আব্দুল কাদেরের মেয়ে প্রভাবশালী সুদের ব্যবসায়ী দিপ্তী বেগমের কাছ থেকে ৫০ হাজার টাকা ঋণ গ্রহণ করেন তিনি। আর্থিক অসচ্ছলতার কারণে সময়মতো সুদের টাকা পরিশোধে ব্যর্থ হন। সুদের টাকা না পাওয়ায় দিপ্তী বেগম তার লোকজনসহ তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করেন। এদিকে এ নির্যাতনের ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করেন স্থানীয় কয়েক যুবক। বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিক উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক কুমার দাশ ঘটনাস্থলে পৌঁছে নির্যাতিত গৃহবধূকে উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসেন। এ ঘটনায় নির্যাতিত সোমা রানী দাশ বাদী হয়ে ৪ জনকে আসামি করে মামলা দায়ের করেন। মামলার পর পর প্রধান আসামি দিপ্তী বেগমকে গ্রেফতার করা হয়েছে।
×