ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাসের ধাক্কায় বাইক আরোহী নিহত, বিদ্যুতস্পৃষ্টে মিস্ত্রির মৃত্যু

প্রকাশিত: ২২:৫১, ২ অক্টোবর ২০২০

বাসের ধাক্কায় বাইক আরোহী নিহত, বিদ্যুতস্পৃষ্টে মিস্ত্রির মৃত্যু

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর হানিফ মেয়র ফ্লাইওভারের উপর বাসের ধাক্কায় মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। এদিকে হাজারীবাগে নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুতস্পৃষ্ট হয়ে রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। অন্যদিকে মগবাজারে সাত হাজার ইয়াবাসহ তিন মাদক বিক্রেতাকে আটক করেছে ডিবি পুলিশ। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, রাজধানীর হানিফ ফ্লাইওভারের উপর বাসের ধাক্কায় মাহমুদুর নবী (৫৪) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। নিহতের গ্রামের বাড়ি দিনাজপুর জেলার ফুলবাড়ী এলাকায়। তিনি বর্তমানে ডেমরা সানারপাড় চৌরাস্তা এলাকায় থাকতেন। গেণ্ডারিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সৈয়দ আব্দুল মান্নান জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে হানিফ ফ্লাইওভারের উপর দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন মাহমুদুর নবী। এসময় গজারিয়া পরিবহন নামে একটি বাস তার মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বিদ্যুতস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু ॥ রাজধানীর হাজারীবাগে নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুতস্পৃষ্ট হয়ে শফিকুল ইসলাম (২৫) নামে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। নিহতের সহকর্মী কফিল উদ্দিন জানান, হাজারীবাগ থানার পাশে তৈরি হচ্ছিল নির্মাণাধীন ভবনটি। তিনি জানান, বৃহস্পতিবার দুপুরে নির্মাণাধীন চারতলা ভবনের নিচতলায় কাজ করছিলেন। ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার ॥ রাজধানীর মগবাজারে সাত হাজার ইয়াবাসহ তিন মাদক বিক্রেতাকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃতরা হচ্ছে, মোঃ নুর আলম সরদার (৩০), এমদাদুল হক (৩২) ও জাকির হোসেন (৩০)।
×